নদী অববাহিকা কী | জলবিভাজিকা কী | ধারণ অববাহিকা কী

নদী অববাহিকা কী ? 

উত্তর: মূল নদীর উভয় দিক থেকে অসংখ্য উপনদী এসে এবং শাখা নদীগুলি মূল নদী থেকে বের হয়ে একটি নদীগােষ্ঠীর সৃষ্টি করে। যে নির্দিষ্ট অঞ্চলে এক একটি নদীগােষ্ঠী গড়ে উঠে, তাকে বলে নদী অববাহিকা। উদাহরণ: হিমালয়ের গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সমগ্র অঞ্চল জুড়ে বিস্তৃত হয়েছে গঙ্গা নদী অববাহিকা। 

জলবিভাজিকা কী ?

উত্তর: উঁচু ও দীর্ঘ ভূভাগ কোনাে অঞ্চলে স্রোতধারাগুলিকে যখন বিভাজিত করে ও দুটি বিপরীত দিকে চালিত করে একে জলবিভাজিকা বলে। জলবিভাজিকা হল দুটি সংলগ্ন ভূমি ঢালের ছেদক রেখা। উদাহরণ: (i) উত্তর কারাকোরাম অঞ্চলসহ হিমালয়। (ii) ভারতের বিন্ধ্য ও সাতপুরা পার্বত্য অঞ্চল। (iii) পশ্চিমঘাট পর্বতমালা। 

ধারণ অববাহিকা কী ? 

উত্তর: উৎস অঞ্চল থেকে জলধারা পরস্পর একত্রে মিলিত হয়ে নিচের দিকে নেমে আসে। যতটা অঞ্চলের জল ভূপৃষ্ঠ রূপে প্রবাহিত হয়ে একটি পাহাড়ি খরস্রোতের সৃষ্টি করে সেই অঞ্চলকে বলে ধারণ অববাহিকা। উদাহরণঃ গঙ্গার ধারণ অববাহিকা হল উত্তরাখণ্ডের হিমালয় পার্বত্য অঞ্চল।

আরো প্রশ্নোত্তর

অবরােহণ বলতে কী বোঝ | আরােহণ বলতে কী বােঝ | ক্ষয়ীভবন বলতে কী বােঝ | নগ্নীভবন কাকে বলে | বহির্জাত প্রক্রিয়া কাকে বলে

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment