অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের বৈশিষ্ট্য কী? ভারতমাতা চিত্র কেন তাৎপর্যপূর্ণ?

অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের বৈশিষ্ট্য কী? ভারতমাতা’ চিত্র কেন তাৎপর্যপূর্ণ? ৩ + ৫ | Class 10

উত্তর) প্রথম অংশ—অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের বৈশিষ্ট্য : রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপাে অবনীন্দ্রনাথ ঠাকুর (১৮৭১-১৯৫১ খ্রি.) ছিলেন একজন বিখ্যাত চিত্রকর। তার অঙ্কিত চিত্রশিল্পের বৈশিষ্ট্যগুলি হল—

প্রথমত, সংস্কৃত কলেজে পড়া শেষ করে ক্যালকাটা স্কুল অফ আর্ট’-এ ভর্তি হয়ে (১৮৯০ খ্রি.) প্যাস্টেল কালার ও তৈল চিত্র অঙ্কন রীতি শেখেন এবং পাশ্চাত্য রীতিতে বিলাতি পােট্রেট আঁকতেন। 

দ্বিতীয়ত, ১৮৯৭ খ্রিস্টাব্দের পর তিনি জলরং ব্যবহার করে ছবি আঁকার কৌশল রপ্ত করেন এবং মােগল চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়ে কৃয়ের জীবনভিত্তিক চিত্র অঙ্কন করেন। চিত্রশিল্প বিশেষত ইবি হ্যাভেলের প্রভাবে ভারতীয় চিত্রশিল্প রীতিতে আকৃষ্ট হন এবং পাশ্চাত্যের বস্তুগত চিত্রশিল্প রীতি’ থেকে সরে আসতে থাকেন।

তৃতীয়ত, স্বদেশি আন্দোলনকালে অধ্যাত্মবাদ ও দেশপ্রেমভিত্তিক স্বদেশি আদর্শে চিত্রশিল্প অঙ্কন শুরু করেন। এই সময়ে তিনি জলরং ও ওয়াশ চিত্ররীতিতে আঁকেন ভারতমাতা’ (১৯০৫ খ্রি.) এবং পরবর্তীকালে আঁকেন বুদ্ধের বােধিলাভ’ (১৯১৪ খ্রি.), ‘ভিক্ষুক বুদ্ধ’ (১৯১৪ খ্রি.), ‘গণেশ জননী’, শাজাহানের মৃত্যু, অশােক, রাধিকা। 

দ্বিতীয় অংশ, ভারতমাতা চিত্র ও তার তাৎপর্য : ভারতের জাতীয়তাবাদের প্রসারে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতা’ চিত্রটি ছিল খুবই উল্লেখযােগ্য, কারণ— 

১) চিত্রশিল্পে নতুন ধারা : অবনীন্দ্রনাথ ঠাকুর জাপানি ‘ওয়াশ’ পদ্ধতিতে রঙে প্রলেপ ব্যবহার করে ভারতমাতা’ চিত্রটি এঁকেছিলেন এবং এভাবে নব্যবঙ্গ চিত্ররীতির সূচনা করেন। 

২) জাতীয়তাবাদ ও মাতৃত্বের ধারণা : এই চিত্রের মাধ্যমে। অবনীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে মাতৃত্বের ধারণার সঙ্গে যুক্ত করেন। গেরুয়া বসন পরিহিতা ‘ভারতমাতা’-রূপী যােগিনী একাধারে দেবী ও মানবী।

৩) ভারতীয় ঐতিহ্য পুনরুদ্ধার : বরাভয়দায়িনী এবং ত্যাগ ও বৈরাগ্যের মূর্ত প্রতীক ভারতমাতার চার হাতে শােভা পাচ্ছে। রুদ্রাক্ষের মালা, শুভ্রবস্ত্র, পুথি ও ধানের শিষ এবং পদযুগলের চারপাশে রয়েছে শ্বেতপদ্ম। এগুলি ছিল ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক।। 

৪) সমৃদ্ধ ভারতের কল্পনা : ভারতমাতা ছবিটির মাধ্যমে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ধনধান্যপূর্ণ সমৃদ্ধিশালী ভারতের ছবি তুলে ধরেন। এই ছবির মাধ্যমে ভারতের অধ্যাত্মবাদ, নারীশক্তি, ঐতিহ্য ও শস্যশ্যামল অর্থনীতির কথা ফুটে উঠেছে। 

৫) জাতীয়তাবাদ প্রসার : বিশ শতকে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রসারে ভারতমাতা’ চিত্রটির প্রভাব ছিল অনস্বীকার্য। কারণ স্বদেশি যুগে বিভিন্ন সভা-সমাবেশে এই চিত্রটি সজ্জিত হত। ভগিনী নিবেদিতার মতে, চিত্রটি ছিল জাতীয়তাবাদ প্রসারের ক্ষেত্রে প্রথম একটি তাৎপর্যপূর্ণ ছবি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment