বংশগতি এবং জেনেটিক্স বলতে কী বােঝায় ? মেন্ডেলের সাফল্যলাভের কারণগুলি সংক্ষেপে লেখাে।

প্রশ্ন: বংশগতি এবং জেনেটিক্স বলতে কী বােঝায় ? মেন্ডেলের সাফল্যলাভের কারণগুলি সংক্ষেপে লেখাে।

উত্তর:  যে প্রক্রিয়ায় পিতা-মাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশপরম্পরায় অপত্যে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে।
বংশগতি সংক্রান্ত বিজ্ঞানকে জেনেটিক্স বলে। 

মেন্ডেলের সাফল্যলাভের কারণ :

(i) মেন্ডেল দক্ষ প্রজননবিদ ছিলেন। তাই যত্ন সহকারে সংকরায়ণ পরীক্ষাগুলি করেছিলেন।

(ii) মেন্ডেলের নির্বাচিত সব বৈশিষ্ট্য সহজে শনাক্তকরণ করা যায়। 

(iii) মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছ বিশুদ্ধ ও স্বপ্রজননক্ষম ছিল।

(iv) মেন্ডেলের নির্বাচিত মটর গাছ স্বপরাগী ছিল এবং কৃত্রিমভাবে ইতর পরাগযােগ সম্ভব ছিল। 

মেন্ডেল মটর গাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করলেও তিনি একসঙ্গে এক বা দুইজোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন ফলে তথ্যের বিশ্লেষণ এবং পরীক্ষা সম্পন্ন করতে সুবিধা হয়েছিল।

মেন্ডেল তার পরীক্ষা তৃতীয় জনু পর্যন্ত করেছিলেন। ফলে অনুপাতের মাধ্যমে সূত্র নির্ধারণ করতে সুবিধা হয়েছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment