Class 10 History Suggestion 2022 Chapter 5 MCQ and Short Answers | পঞ্চম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২

Class 10 History Suggestion 2022 Chapter 5 MCQ and Short Answers will be discussed here. এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ এর পঞ্চম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে MCQ SAQ নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকেই তোমরা 90% কমন পেয়ে যাবে। Class 10 History Suggestion 2022 এর অন্যান্য সমস্ত অধ্যায় থেকে সাজেশন পেতে এই লিঙ্কে ক্লিক করো

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২

পঞ্চম অধ্যায় – বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহুমুখী উত্তরধর্মী প্রশ্নোত্তর (MCQ)

* সঠিক উত্তরটি নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান ১) 

1. ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি চালু করেন – 

(ক) উপেন্দ্রকিশাের রায় 

(খ) সুকুমার রায় 

(গ) পঞ্চানন কর্মকার 

(ঘ) চার্লস উইলকিন্স 

Ans : (ক) উপেন্দ্রকিশাের রায় 

2. ১৭৭৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ (AGrammar of the Bengali Language) এর লেখকহলেন— 

(ক) পঞ্চানন কর্মকার 

(খ) হ্যালহেড 

(গ) উইলকিন্স

(ঘ) ওয়ারেন হেস্টিংস 

Ans : (খ) হ্যালহেড 

3. শ্রীরামপুর মিশন প্রেস (১৮০০খ্রিঃ) স্থাপন করেন—

(ক) উইলিয়াম কেরি 

(খ) মার্শম্যান 

(গ) ওয়ার্ড

(ঘ) উইলকিন্স 

Ans : (ক) উইলিয়াম কেরি 

4. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল – 

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পন 

(গ) দিগদর্শন 

(ঘ) সংবাদ কৌমুদী

Ans : (গ) দিগদর্শন 

5. ১৮১৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা দিগদর্শন ও মাসিক পত্রিকা সমাচার দর্পন-এর সম্পাদক ছিলেন — 

(ক) উইলিয়াম কেরি

(খ) মার্শম্যান 

(গ) ওয়ার্ড

(ঘ) উইলকিন্স

Ans : (খ) মার্শম্যান 

6.  বাঙালি প্রথম মুদ্রাকর ও প্রকাশক হলেন —

(ক) গঙ্গাকিশাের 

(খ) পঞ্চানন কর্মকার 

(গ) উপেন্দ্র কিশাের 

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

Ans : (ক) গঙ্গাকিশাের 

7. ভারতে প্রথম ছাপাখানা কারা গড়ে তােলেন (ভারতের গােয়াতে) —-

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা 

(গ) পর্তুগীজরা

(ঘ) ভারতীয়রা

Ans : (গ) পর্তুগীজরা

8. ইউ.এন.রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল –

(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে 

(খ) বাংলায় চিকিৎসা বিদ্যার ব্যাপারে 

(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে

(ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে 

Ans : (ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে 

9. ‘সন্দেশ’ পত্রিকার (১৯১৩ খ্রিঃ) সম্পাদক কে ছিলেন।—-

(ক) উপেন্দ্রকিশাের রায় 

(খ) সুকুমার রায় 

(গ) পঞ্চানন কর্মকার 

(ঘ) চার্লস উইলকিন্স 

Ans : (ক) উপেন্দ্রকিশাের রায় 

10. ভারতবর্ষীয় বিজ্ঞান সভা (IACS) কবে প্রতিষ্ঠিত হয় – 

(ক) ১৮৭০ খ্রিঃ

(খ) ১৮৭৬ খ্রিঃ

(গ) ১৯০১ খ্রিঃ

(ঘ) ১৯১৭ খ্রিঃ

Ans : (খ) ১৮৭৬ খ্রিঃ

11. বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা করেন – 

(ক) রাধানাথ শিকদার

(খ) প্রমথনাথ বসু 

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

(ঘ) জগদীশচন্দ্র বস

Ans : (ঘ) জগদীশচন্দ্র বস

12. বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন –

(ক) রাধানাথ শিকদার 

(খ) প্রমথনাথ বসু

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

(ঘ) জগদীশচন্দ্র বসু 

Ans : (গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 

13. জাতীয় সাবান কারখানা কে প্রতিষ্ঠা করেন?

(ক) ব্রজেন্দ্রনাথ শীল 

(খ) ব্রাডফোর্ড লেমলি 

(গ) নীলরতন সরকার 

(ঘ) প্রফুল্লচন্দ্র রায় 

Ans : (গ) নীলরতন সরকার 

14. মুদ্রণ ব্যবস্থার ধাত্রী’বলা হয় ? 

(ক) ভারতকে

(খ) চিনকে 

(গ) ইংল্যান্ডকে 

(ঘ) পর্তুগালকে

Ans : (খ) চিনকে 

15. ৮৩৮ খ্রিষ্টাব্দেচিনে প্রকাশিত বিশ্বের প্রথম মুদ্রিত গ্রন্থ হল – 

(ক) হীরক সূত্র

(খ) বেঙ্গল গেজেট 

(গ) দিগদর্শন।

(ঘ) সমাচার দর্পণ

Ans : (ক) হীরক সূত্র

16. বাংলা মুদ্রণ শিল্পের জনকহলেন—

অথবা, কেবাংলা অক্ষরের নকশা নির্মাণ করেন। 

(ক) গুটেনবার্গ

(খ) পানন কর্মকার 

(গ) উইলকিন্স 

(ঘ) হিকি

Ans : (গ) উইলকিন্স 

  • প্রকাশিত বই ও পত্রিকা সংক্রান্ত কিছু তথ্য :– 
  • গ্রন্থের নাম লেখকপ্রকাশকাল
    শিশুশিক্ষামদনমােহন তর্কালঙ্কার১৮৪৯-৫০
    বর্ণপরিচয়ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৫৫
    আলালের ঘরেদুলাল প্যারীচাঁদমিত্র১৮৫৮
    সংবাদ কৌমুদীভবানীচরণ১৮২১ 
    কলকাতাকমলালয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়১৮২১
    নববাবু বিলাসভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১৮২৫
    সমাচার চন্দ্রিকাভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ১৮২২
    আবােল তাবােলসুকুমার রায়১৮২৩
    সংবাদ প্রভাকরঈশ্বরচন্দ্র গুপ্ত১৮৩১
    বেঙ্গল গেজেটঅগাস্টাস হিকি১৭৮০
    সন্দেশউপেন্দ্রকিশাের রায় ১৯১৩ 

  • নীচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি লেখাে :– 
  • 1. বিবৃতি :  উনবিংশ শতকে ভারতে বহু সভা সমিতি গড়ে উঠেছিল। 

    ব্যাখ্যা : 

    ক) ভারতীয়দের মধ্যে জনজাগরণ সৃষ্টির জন্য।

    খ) ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য।

    গ) সংগঠিত ভাবে দাবী দাওয়া আদায়ের জন্য। 

    Ans : গ) সংগঠিত ভাবে দাবী দাওয়া আদায়ের জন্য। 

    2. বিবৃতি : ১৯০৬ খ্রিষ্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 

    ব্যাখ্যা : 

    ক) বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।

    খ) কারিগরী শিক্ষার উন্নতির জন্য। 

    গ) জাতীয় শিক্ষা প্রসারের জন্য।

    Ans : গ) জাতীয় শিক্ষা প্রসারের জন্য।

    Read Also

    Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

    Leave a Comment