Class 12 HS History Suggestion 2022 Chapter 3 MCQ Wbchse | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন তৃতীয় অধ্যায় সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 12 HS History Suggestion 2022 Chapter 3 MCQ নিয়ে এসেছি। তোমরা জানো যে, উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় মোট ২৪ নম্বরের MCQ থাকে। তাই আমরা প্রত্যেক অধ্যায় থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ MCQ উত্তরসহ নিয়ে এসেছি। এখানে আমরা শুধু তৃতীয় অধ্যায় (সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া) এর MCQ নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়গুলোর MCQ এর লিঙ্ক তোমরা আর্টিকেলের শেষে নীচে পেয়ে যাবে।

Class 12 HS History Suggestion 2022 Chapter 3 MCQ

1. ভারতে এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা করেন—

ক) ওয়ারেন হেস্টিংস

খ) উইলিয়ম জোনস

গ) জোনাথন ডানকান

ঘ) উইলিয়াম পিট

উত্তর : খ) উইলিয়ম জোনস

2. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন– 

ক) ওয়ারেন হেস্টিংস 

খ) উইলিয়াম পিট 

গ) লর্ড ওয়েলেসলি 

ঘ) উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর : গ) লর্ড ওয়েলেসলি 

3. কলকাতায় ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 

ক) ১৮০৯ খ্রিস্টাব্দে 

খ) ১৮১৮ খ্রিস্টাব্দে

গ) ১৮৩০ খ্রিস্টাব্দে

ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দে

উত্তর : ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দে

4. কাকে ‘আধুনিক ভারতের ইরাসমাস’ বলা হয়? 

ক) স্বামী বিবেকানন্দ 

খ) রাজা রামমােহন রায়

গ) শ্রীশ্রীরামকৃষ্ণ

ঘ)গােপালহরি দেশমুখ

উত্তর : খ) রাজা রামমােহন রায়

5. কে রামমােহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন?

ক) লর্ড মিন্টো 

খ) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর

গ) রবীন্দ্রনাথ

ঘ) সম্রাট বাহাদুর শাহ

উত্তর : খ) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর

6. স্যাডলার কমিশন কবে গঠিত হয়?

ক) ১৯২৩ খ্রিস্টাব্দে 

খ) ১৯২১ খ্রিস্টাব্দে 

গ) ১৯১৯ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে

উত্তর : ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে

7. ‘আত্মীয় সভা’ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

ক) ১৮১৩ খ্রিস্টাব্দে 

খ) ১৮১৫ খ্রিস্টাব্দে

গ) ১৮২৮ খ্রিস্টাব্দে

ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

উত্তর : খ) ১৮১৫ খ্রিস্টাব্দে

8. ‘তত্ত্ববােধিনী পত্রিকা’টি কে প্রকাশ করেন ?

ক) ডিরােজিও 

খ) রামমােহন রায়

গ) কেশব চন্দ্র সেন

ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর : ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

9. ‘আর্য সমাজ’ কে প্রতিষ্ঠা করেন?

ক) শ্রী নারায়ণ গুরু

খ) বিদ্যাসাগর

গ) দয়ানন্দ সরস্বতী 

ঘ) গােবিন্দ রানাডে

উত্তর : গ) দয়ানন্দ সরস্বতী 

10. ‘প্রার্থনা সমাজ’ কে প্রতিষ্ঠা করেন?

ক) আত্মারাম পান্ডুরঙ্গ 

খ) দয়ানন্দ সরস্বতী

গ) দেবেন্দ্রনাথ ঠাকুর  

ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তর : ক) আত্মারাম পান্ডুরঙ্গ 

11. বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

ক) রামমােহন রায়

খ) রবীন্দ্রনাথ

গ) ডিরােজিও

ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর : ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

12. শুদ্ধি আন্দোলন কে শুরু করেছিলেন?

ক) কেশবচন্দ্র সেন

খ) দয়ানন্দ সরস্বতী

গ) শ্রী নারায়ণ গুরু

ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তর : খ) দয়ানন্দ সরস্বতী

13. ‘সত্যশােধক সভা’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

ক) দয়ানন্দ সরস্বতী

খ) কেশবচন্দ্র সেন

গ) জ্যোতিরাও ফুলে 

ঘ) রামমােহন রায়

উত্তর : গ) জ্যোতিরাও ফুলে 

14. ভাইকম-এর ‘মন্দির প্রবেশ’ আন্দোলনের নেতৃত্ব দেন কে? 

ক) একে গােপালন 

খ) জ্যোতিরাও ফুলে

গ) ডঃ আম্বেদকর

ঘ) কে পি কেশব মেনন

উত্তর : ঘ) কে পি কেশব মেনন

15. ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

ক) জ্যোতিরাও ফুলে 

খ) গােবিন্দ রানাডে

গ) শ্রী নারায়ণ গুরু

ঘ) ডঃ আম্বেদকর

উত্তর : গ) শ্রী নারায়ণ গুরু

16. ‘দ্য ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থের রচয়িতা কে?

ক) সৈয়দ আহমেদ

খ) আলী জিন্নাহ

গ) উইলিয়ম হান্টার

ঘ) থিওডাের বেক

উত্তর : গ) উইলিয়ম হান্টার

17. মহামেডান অ্যাংলাে-ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন–

ক) থিওডাের বেক 

খ) সৈয়দ আহমেদ 

গ) ইউসুফ আলী 

ঘ) মৌলভী মমিন

উত্তর : ক) থিওডাের বেক 

18. ‘হিন্দু পাইওনিয়র’ পত্রিকাটি প্রকাশ করেন–

ক) আর্য সমাজ

খ) ব্রাহ্মসমাজ

গ) প্রার্থনা সমাজ

ঘ) নব্যবঙ্গ

উত্তর : ঘ) নব্যবঙ্গ

19. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি কে রচনা করেন?

ক) বিদ্যাসাগর

খ) রবীন্দ্রনাথ

গ) বিবেকানন্দ

ঘ) রামমােহন

উত্তর : গ) বিবেকানন্দ

20. কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়?

ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে

খ১৮৯৫ খ্রিস্টাব্দে

গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দে

উত্তর :  গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

21. ‘দক্ষিণী বিদ্যাসাগর’ কাকে বলা হত?

ক) বিরসালিঙ্গম পানতুলু

খ) শ্রী নারায়ণ গুরু

গ) বিশ্বনাথ সত্যারাম

ঘ) উন্নভা লক্ষীনারায়ন

উত্তর : ক) বিরসালিঙ্গম পানতুলু

22. গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষক কী নামে পরিচিত ছিল ?

ক) হরিজন

খ) কুনবি

গ) পতিদার

ঘ) বর্গাদার

উত্তর : গ) পতিদার

23. গান্ধী প্রবর্তিত ‘হরিজন’-এর অর্থ ছিল–

ক) অস্পৃশ্য

খ) তপশিলি জাতি

গ) নিপীড়িত

ঘ) ঈশ্বরের সন্তান

উত্তর : ঘ) ঈশ্বরের সন্তান

24. কুয়ােমিনতাং- এর প্রতিষ্ঠাতা কে?

ক) মাও জে দং

খ) সান ইয়াৎ-সেন 

ঘ) কাং-ইউ-ওয়ে

গ) চিয়াং-কাই-শেক

উত্তর : খ) সান ইয়াৎ-সেন 

25. চীনে ৪ঠা মে আন্দোলনের ডাক দিয়েছিলেন কে?

ক) সান ইয়াৎ-সেন

খ) চেন-তু-শিউ 

গ) হাে-কান-চি

ঘ) মাও জে দং

উত্তর : খ) চেন-তু-শিউ

Read Also:

Class 12 History Chapter 1 অতীতকে স্মরণ

Class 12 History Chapter 2 ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি

Class 12 History Chapter 3 সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া

Class 12 History Chapter 4 ঔপনিবেশিক ভারতে শাসন

Class 12 History Chapter 5 দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ

Class 5-10 Textbook Solution

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment