Class 12 HS History Suggestion 2022 Chapter 5 MCQ Wbchse | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 12 HS History Suggestion 2022 Chapter 5 MCQ নিয়ে এসেছি। তোমরা জানো যে, উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় মোট ২৪ নম্বরের MCQ থাকে। তাই আমরা প্রত্যেক অধ্যায় থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ MCQ উত্তরসহ নিয়ে এসেছি। এখানে আমরা শুধু পঞ্চম অধ্যায় (দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ) এর MCQ নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়গুলোর MCQ এর লিঙ্ক তোমরা আর্টিকেলের শেষে নীচে পেয়ে যাবে।

Class 12 HS History Suggestion 2022 Chapter 5 MCQ

1. কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ (2nd World war) শুরু হয়?

ক) ১৯৩৫ খ্রিস্টাব্দে

খ) ১৯৩৭ খ্রিষ্টাব্দে

গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

উত্তর : গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে 

2. ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) লিনলিথগাে 

খ) উইনস্টন চার্চিল 

গ) ক্লিমেন্ট এটলি 

ঘ) স্ট্যাফোর্ড ক্রিপস

উত্তর : খ) উইনস্টন চার্চিল

3. কোন রাজনৈতিক দল ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল?

ক) জাতীয় কংগ্রেস 

খ) মুসলিম লীগ 

গ) হিন্দু মহাসভা 

ঘ) রাডিক্যাল ডেমােক্র্যাটিক পার্টি

উত্তর :  ঘ) রাডিক্যাল ডেমােক্র্যাটিক পার্টি

4. কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী ‘গান্ধী বুড়ি নামে পরিচিত?

খ) অ্যানি বেসান্ত

ক) সরােজিনী নাইডু 

গ) মাতঙ্গিনী হাজরা

ঘ) কল্পনা দত্ত

উত্তর : গ) মাতঙ্গিনী হাজরা

5. ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন–

ক) গােবিন্দ বল্লভ পন্থ

খ) রাজাগােপালাচারী

গ) পউভি সীতারামাইয়া 

ঘ) জহরলাল নেহেরু

উত্তর : গ) পট্টভি সীতারামাইয়া

6. “রােম-বার্লিন-টোকিও” চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?

ক) ১৯৩২ খ্রিস্টাব্দে 

খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে 

গ) ১৯৩৭ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

উত্তর :  গ) ১৯৩৭ খ্রিস্টাব্দে

7. ক্রিপস প্রস্তাবকে ‘ফেল পড়া ব্যাংকের ওপর আগামী তারিখের চেক’ বলে মন্তব্য করেন–

ক) অ্যানি বেসান্ত

খ) বল্লভভাই প্যাটেল

গ) গান্ধীজী

ঘ) সুভাষচন্দ্র বসু

উত্তর :  গ) গান্ধীজী

8. আজাদ হিন্দ ফৌজ বা Indian National Army কে গঠন করেন?

ক) রাসবিহারী বসু

খ) ভগৎ সিং

গ) সুভাষচন্দ্র বসু

গ) মােহন সিংহ

উত্তর : ক) রাসবিহারী বসু

9. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি কে ছিলেন?

ক) মােহন সিংহ

খ) লক্ষ্মী স্বামীনাথন 

গ) রাসবিহারী বসু

ঘ) সুভাষচন্দ্র বসু

উত্তর : গ) রাসবিহারী বসু

10. আজাদ হিন্দ সরকার কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?

ক) সুভাষচন্দ্র বসু 

খ) মােহনসিংহ

গ) নাম্বিয়ার

ঘ) রাসবিহারী বসু

উত্তর :  ক) সুভাষচন্দ্র বসু 

11. কোথায় সর্বপ্রথম “নৌ বিদ্রোহের” সূচনা ঘটে?

ক) ক্যাসেল ব্যারাকে

খ) তলােয়ার জাহাজে

গ) কোমাগাতামারু জাহাজে 

ঘ) আমেরিকান জাহাজে

উত্তর : খ) তলােয়ার জাহাজে

12. ‘ক্যাবিনেট মিশন’ বা ‘মন্ত্রী মিশন’ কবে ভারতে আসে?

ক) ১৯৪২ খ্রিস্টাব্দে 

খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

উত্তর :  গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

13. ১৯৪৬ খ্রিষ্টাব্দের কবে ‘রশিদ আলী দিবস” পালিত হয় ?

ক) ১৮ ই মার্চ

খ) ১৫ ই জানুয়ারি 

গ) ১৪ ই এপ্রিল

ঘ) ১২ ই ফেব্রুয়ারি

উত্তর : ঘ) ১২ ই ফেব্রুয়ারি

14.”ইন্ডিয়া উইনস ফ্রিডম”গ্রন্থের

লেখক হলেন–

ক) মহাত্মা গান্ধী

খ) সুভাষচন্দ্র বসু 

গ) মৌলানা আবুল কালাম আজাদ 

ঘ) এম এন রয়

উত্তর : গ) মৌলানা আবুল কালাম আজাদ 

15. কত খ্রিস্টাব্দে জাপান- পার্ল হারবার আক্রমণ করে?

ক) ১৯৪২ খ্রিস্টাব্দের

খ) ১৯৪১ খ্রিস্টাব্দে

গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

উত্তর : খ) ১৯৪১ খ্রিস্টাব্দে

16. ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ স্থাপন করেছিল? 

ক) ইংরেজ 

খ) ওলন্দাজ

গ) ফরাসি

ঘ) পর্তুগিজ

উত্তর : খ) ওলন্দাজ

17. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট কে ছিলেন?

খ) মাউন্টব্যাটেন

ক) ক্যানিং 

গ) এটলি

ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তর : খ) মাউন্টব্যাটেন

18. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) মুম্বাইয়ে

খ) কলকাতায়

গ) দিল্লিতে 

ঘ) এলাহাবাদে

উত্তর : গ) দিল্লিতে 

19. গণপরিষদের (Constituent Assembly) প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন?

ক) জওহরলাল নেহরু

খ) বি আর আম্বেদকর

গ) ডঃ রাজেন্দ্র প্রসাদ  

ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তর :  গ) ডঃ রাজেন্দ্র প্রসাদ

Read Also:

Class 12 History Chapter 1 অতীতকে স্মরণ

Class 12 History Chapter 2 ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি

Class 12 History Chapter 3 সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া

Class 12 History Chapter 4 ঔপনিবেশিক ভারতে শাসন

Class 12 History Chapter 5 দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ

Class 5-10 Textbook Solution

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

6 thoughts on “Class 12 HS History Suggestion 2022 Chapter 5 MCQ Wbchse | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন পঞ্চম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ”

Leave a Comment