Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022 | তৃতীয় শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯ জানুয়ারি ২০২২

প্রিয় ছাত্রছাত্রীরা, এই আর্টিকেলে আমরা Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022 (তৃতীয় শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯ জানুয়ারি ২০২২) সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ সালে তোমরা যারা নতুন Class 3 (তৃতীয় শ্রেণি) -তে উঠলে তাদের জন্য এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক।

Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022

Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022 এ মোট ১৫ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

Model Activity Task Part 9, January 2022

আমাদের পরিবেশ (Environment Science)

তৃতীয় শ্রেণি (Class – III)

পূর্ণমান – ১৫


Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022 Solution

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩

১.১ ‘সত্যি সােনা’ গল্পে বুড়াে চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন

(ক) গুপ্তধনের কথা

(খ) মাটির নীচে পুঁতে রাখা সােনার কথা 

(গ) টাকা পয়সার কথা

(ঘ) নিজের অসুস্থতার কথা 

উত্তর – (খ) মাটির নীচে পুঁতে রাখা সােনার কথা 

১.২ চাষির ছেলেটি ছিল— 

(ক) অত্যন্ত কৃপণ

(খ) অত্যন্ত কর্মঠ 

(গ) অত্যন্ত অলস

(ঘ) অত্যন্ত হিংসুটে

উত্তর – (গ) অত্যন্ত অলস

১.৩ ‘তােমার গােটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সােনা।’ একথা বলেছিল— 

(ক) বুড়াে চাষি

(খ) চাষির ছেলে 

(গ) বুড়াে চাষির ছেলের বউ

(ঘ) বুড়াে চাষির ছেলের বন্ধু

উত্তর – (গ) বুড়াে চাষির ছেলের বউ

Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

২.১ ‘অথচ টাকা পয়সার লােভ তার ষােলাে আনা। – “ষােলাে আনা‘ শব্দের অর্থ কী? 

উত্তর – ‘ষােলাে আনা’ শব্দের অর্থ – সম্পূর্ণই বা পুরোপুরি ।

২.২ ‘ছেলের চোখ দুটো লােভে চকচক করে ওঠে। – ছেলের মনে কীসের লােভ?

উত্তর – ছেলের মনে সোনা পাওয়ার লাভ ছিল।

অথবা,

জমির তলায় লুকিয়ে রাখা সোনার প্রতি লোভ ছেলের মনে ছিলো।

২.৩ ‘এই তার স্বামীর প্রথম রােজগার”। – স্বামী কীভাবে রােজগার করেছিল?

উত্তর – তার স্বামী জমিতে ধান চাষ করে সেই ফসল কাটার পর হাটে তা বিক্রি করে একথলি টাকা পেয়েছিল । এইভাবে তার স্বামী রোজগার করেছিল

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬

৩.১ ‘সেটা বলব বলেই তাে ডেকেছি তােমায়’। – বক্তা কে? তিনি কোন কথা বলবেন? 

উত্তর – বক্তা হলো সত্যি সোনা গল্পের বুড়ো চাষীর ।

তিনি তার ছেলেকে বলবেন যে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে।

৩.২ বউয়ের পরামর্শ শুনে বুড়াে চাষির ছেলে কী করেছিল?

উত্তর – বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর ছেলে দুজনকে জমি খুঁড়তে লাগিয়ে দেয়।

৩.৩ ‘মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। – কেন কথকের এমনটি মনে হয়েছে? 

উত্তর – সত্যি সোনা গল্প বুড়ো চাষীর ছেলে তার বাবার কথা শুনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ বিঘা জমি খোঁড়াখুঁড়ি করে । কিন্তু কোথাও সে একটুকুও সোনা পায়নি তাই রাগে বিরক্তিতে সে অস্থির হয়ে উঠেছিল এবং তার মনে হয়েছে যে তাকে মিছিমিছি খাটিয়ে মারা হয়েছে

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে : ৩

‘সত্যি সত্যি সােনা ফলেছে মাঠে। – মাঠ কীভাবে ‘সত্যি সােনায় ভরে উঠেছিল, তা সত্যি সােনা’ গল্প অনুসরণে আলােচনা করাে।

উত্তর – সোনা পাওয়ার লোভে চাষের জমি খুঁড়তে শুরু করে কিন্তু সোনা পাওয়া না গেলে চাষির ছেলে তার বউয়ের কথায় জমিতে ধান চাষ করে । সে বছর ভালো বৃষ্টি হওয়ায় অল্পদিনের মধ্যেই ক্ষেত শস্যে ভরে ওঠে । সোনার রঙের সঙ্গে পাকা ধানের মিল থাকায় মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হয়েছিল মাঠ যেন “সত্যিই সোনায়” ভরে উঠেছে।

Read Also:

Class 3 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class 3 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “Class 3 Bengali Model Activity Task Part 9 January 2022 | তৃতীয় শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯ জানুয়ারি ২০২২”

Leave a Comment