Class 3 Poribesh Model Activity Task Part 6 September 2021 | তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশমডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৬

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

তৃতীয় শ্রেণি

আমাদের পরিবেশ


১. ঠিক উত্তর নির্বাচন করো : 

 

১.১ আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করতো _

ক) সুতো খ) পশম গ) সিন্থেটিক উল ঘ) গাছের ছাল।

উত্তরঃ ঘ) গাছের ছাল।

১.২ তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো-__

ক) পুরুলিয়া খ) পূর্ব মেদিনীপুর গ) কালিম্পং ঘ) উত্তর ২৪ পরগনা।

উত্তরঃ গ) কালিম্পং

১.৩ পিনকোড হলো-__

ক) বাড়ির নম্বর খ) রাস্তার নম্বর গ) টেলিফোন নম্বর ঘ) পোস্টঅফিসের নম্বর।

উত্তরঃ ঘ) পোস্টঅফিসের নম্বর।

 

২. একটি বাক্যে উত্তর দাও: 

 

২.১ শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কীভাবে ব্যবহার করে?

উত্তরঃ শালিক পাখি থেকে শীত বাঁচার জন্য পালককে ফুলিয়ে রাখে।

২.২ পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো।

উত্তরঃ পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম হল বালি বা সিমেন্ট।

২.৩ পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো।

উত্তরঃ পারিবারিক জীবিকার একটি উদাহরণ হল কৃষক বা জনমজুর ।

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও  : 

 

৩.১ পোষা গোরুদের চটের জামা কেন পরানো হয়?

উত্তরঃ শীতের হাত থেকে রক্ষা পেতে সাধারণত  চটের জামা  পড়ানো হয়। এছাড়াও মশা,  মাছির উপদ্রব থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য পোষা  গরুদের চটের জামা পড়ানো হয়।

৩.২ “ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট-সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো”-__এ বিষয়ে তোমার মতামত লেখো।

উত্তরঃ ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট-সিমেন্টের বাড়ি থাকলে ভূমিকম্পে ফেটে যায় এবং নষ্ট হয়ে যায় । তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয়।  চালটা  টিনের হলে ভালো সুবিধা।  সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি তৈরি করে নেওয়া যায়।

 

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

 

৪.১ বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কীভাবে সাহায্য করো?

উত্তরঃ বাড়ির বিভিন্ন কাজে আমার পরিবারের অন্য সদস্যদের আমি নানা রকম ভাবে সাহায্য করি, যেমন- আমার ঠাকুর দাদা কিছু চাইলে তা এনে দেই।  আমার মা কাজে ব্যস্ত থাকলে আমার ছোট ভাইকে দেখাশোনা করি। দোকান থেকে কিছু আনতে বললে এনে দেই। বাগানের গাছের গোড়ায় মাঝে মাঝে জল ঢালি। পরিবারের মধ্যে কারো অসুখ করলে বাড়ির ছোটো-খাটো কাজগুলো করার চেষ্টা করি।

 

Class 3 আমাদের পরিবেশ Part 7 (October) Model Activity Task

Class 3 All Subject Part 7 (October) Model Activity Task

Class 3 Bangla (বাংলা) Model Activity Task Part 6 (September)

Class 3 Math (গণিত) Model Activity Task Part 6 (September)

Class 3 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part 6 (September)

Class 3 Health and Physical Education (স্বাস্থ্য ও শারীরশিক্ষা) Model Activity Task Part 6 (September)

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment