Class 4 Health & Physical Education Model Activity Task Part 6 September 2021 | চতুর্থ শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

চতুর্থ শ্রেণি

স্বাস্থ্য ও শারীরশিক্ষা


 

মূল্যবোধের শিক্ষা ও যোগাসন

 

১। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো।

 

(ক) সাহসিকতা

সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে __________ আসবেই আসবে।

উত্তরঃ সাফল্য

 

(খ) ভক্তি-শ্রদ্ধা ও বিময়-নম্রতা

বিনয় ও নম্রতা শিশুকে _________করে তোলে।

উত্তরঃ মহান

 

(গ) উদ্যম ও পরিশ্রম 

উদ্যম ও __________সাফল্যের জননী।

উত্তরঃ পরিশ্রম

 

(ঘ) বিবেক

__________ ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান।

উত্তরঃ বিবেকবান

 

(ঙ) সৎঅসঙ্গ অভিলাষী

সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে __________ হয়।

উত্তরঃ সদমনোভাবাপন্ন

 

(চ) অনুসন্ধিৎসা 

অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল __________।

উত্তরঃ চাবিকাঠি

 

(ছ) সাফল্যের ত্যাগ

ত্যাগেই __________ ত্যাগে আছে অনন্দ।

উত্তরঃ মহত্ব

 

(জ) শালীনতাবোধ

চরিত্রবান হতে হলে _________ নিয়ে কথা বলতে হয়।

উত্তরঃ ভদ্রতা

 

(ঝ) দৃঢ়তা

যে-কোনো কাজ করার _________ নিয়ে এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে।

উত্তরঃ দৃঢ়তা

 

(ঞ) ধৈর্য 

ধৈর্যশীলরা কোথাও কোনোদিন __________ হয় না।

উত্তরঃ পরাজিত

 

(ট) বিচারবুদ্ধিসম্পন্ন হওয়া 

মানুষের সঙ্গে __________ করে চিন্তাশক্তি বাড়াতে শেখা।

উত্তরঃ মেলামেশা

 

(ঠ) আত্মবিশ্বাস

নিজকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ  __________হওয়া যায়।

উত্তরঃ মানুষ

 

(ড) শিষ্টাচার

ভদ্রতা,  __________ ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয়।

উত্তরঃ নম্রতা

 

(ঢ) শৃঙ্খলাবোধ

চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই __________ হতে হবে।

উত্তরঃ শৃঙ্খলাপরায়ণ

 

(ণ) সহযোগিতা ও সমানুভূতি

সহযোগিতা ও সমানুভূতিসম্পন্ন __________ চরিত্রবান হবে।

উত্তরঃ শিশু

 

(ত) আত্মসংযম

__________ মনের মধ্যে একাগ্রতা আনে।

উত্তরঃ আত্মসংযম

 

[শব্দঝুড়িঃ সাফল্য, মহান, পরিশ্রম, বিবেকবান, সদমনোভাবাপন্ন, চাবিকাঠি, ভদ্রতা, দৃঢ়তা, পরাজিত, মেলামেশা, মানুষ, শিশু, মহত্ব, শৃঙ্খলাপরায়ণ, আত্মসংযম, নম্রতা।]

 

২। নীচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নীচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো।

(ক)

উত্তরঃ অর্ধচন্দ্রাসন

 

(খ)

উত্তরঃ উৎকটাসন

 

(গ) তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সে আসনটির নাম লেখো।

উত্তরঃ সর্বাঙ্গাসন

 

 

Class 4 স্বাস্থ্য ও শারীরশিক্ষা Model Activity Task Part 7 (October 2021)

Class 4 All Subject Model Activity Task Part 7 (October 2021)

Class 4 Bangla (বাংলা) Model Activity Task Part 6 (September)

Class 4 Math (গণিত) Model Activity Task Part 6 (September)

Class 4 ENGLISH (ইংরেজি) Model Activity Task Part 6 (September)

Class 4 Poribesh (আমাদের পরিবেশ) Model Activity Task Part 6 (September)

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment