Class 7 Geography First Unit Test Model Question 2022 | সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 7 Geography First Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা সপ্তম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 7 Geography First Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের First Unit Test Question কেমন হতে চলেছে।

First Unit Test Model Question 2022
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ভূগোল (Geography)

Class 7 (সপ্তম শ্রেণী) পূর্ণমান – ১৫

সময় : ৩০ মিনিট


1. সঠিক উত্তরটি নির্বাচন করাে : 1×3=3 

(i) অধিবর্ষে দিনের সংখ্যা বৃদ্ধি পায় – 

(a) এপ্রিল মাসে, 

(b) ফেব্রুয়ারি মাসে, 

(c) জুলাই মাসে, 

(d) মে মাসে।

(ii) কোনাে স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় –

(a) মকরক্রান্তি রেখার, 

(b) নিরক্ষরেখার, 

(c) দ্রাঘিমারেখার, 

(d) কর্কটক্রান্তি রেখার সাহায্যে 

(iii) সাত-এল-আরব’ নাম হয়েছে –

(a) গঙ্গা ও সিন্ধু, 

(b) মেনাম ও মেকং, 

(c) টাইগ্রিস ও ইউফ্রেটিস,

(d) ব্রম্মপুত্র ও ইরাবতী নদীর মিলিত প্রবাহে। 

2. শূন্যস্থান পূরণ করাে : 1×2=2

(i) বায়ুর চাপ মাপা হয় – যন্ত্রের সাহায্যে।

(ii) ভারত গ্রিনিচের দিকে অবস্থিত। 

3. এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ’ বলা হয় কেন?  2

4. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার তিনটি পার্থক্য লেখাে। 3

অথবা, দক্ষিণ-পশ্চিম এশিয়ার খনিজ তেল উত্তোলক দেশ ও তৈলখনি কেন্দ্রের নাম লেখাে। 1½+ 1½

5. নীচের যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5 

(i) সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লেখাে। 2+3

(ii) এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকের তিনটি সমভূমির নাম লেখাে। এই মহাদেশের উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? 2+3

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!