Class 8 Math Model Activity Task Part 7 October 2021 Answer | অষ্টম শ্রেণি গণিত পার্ট 7

Class 8 Mathematics গণিত Model Activity Task Part 7 October

 

Class 8 math model activity task part 7 answer key, Class 8 model activity task part 7 answers, Class 8 model activity task part 7 mathematics, Class 8 math model activity task part 7 wbbse, Class 8 gonit model activity task part 7 pdf download, west bengal board Class 8 model activity task part 7 with answers pdf, Class 8 model activity task part 7 youtube

West Bengal Board Class 8 Mathematics গণিত Part 7 Model Activity Task Solution. New Model Activity Task of Class 8 October Answers PDF Download

 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক PART 7, OCTOBER 2021

CLASS – 8, অষ্টম শ্রেণি

বিষয়ঃ  গণিত (MATHEMATICS)


 

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :

(i) (p²x – q²x) সংখ্যা মালাটির একটি উৎপাদক হলাে— 

(a) p (b) q (c) pq (d) p – q 

উত্তর: (d) p – q 

(ii) 5 অশ্ব ক্ষমতাসম্পন্ন একটি পাম্প 36000 লিটার জল ৪ ঘণ্টায় উপরে তুলতে পারে। নীচের সঠিক সম্পর্কটি হলাে –

(a) পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতী 

(b) জলের পরিমাণ একই থাকলে সময় পাম্পের ক্ষমতার সঙ্গে সরল সমানুপাতী 

(c) সময় একই থাকলে জলের পরিমাণ পাম্পের ক্ষমতার সঙ্গে ব্যস্ত সমানুপাতী 

(d) পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতী

উত্তর: (d) পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতী

(iii) Mr. A একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতের y একক শরবত তুলে নিয়েছে। এই y একক শরবতে সিরাপ আছে –

উত্তর:

(iv)

(a) ∠P = 80°, ∠Q = 50°    (b) ∠P = 50°, ∠Q = 80°    

(c) ∠P = 50°, ∠Q = 50°    (d) ∠P = 70°, ∠Q = 60°    

উত্তর: (a) ∠P = 80°, ∠Q = 50° 

 

2. সত্য / মিথ্যা লেখাে (T/F) :

(i)

উত্তর: মিথ্যা (F)

(ii) Mr. B একা 1 দিনে একটি কাজের 1/20 অংশ করে। সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 20 দিন।

উত্তর: সত্য (T)

(iii) একটি লম্বা বাঁশের 30% মাটির নীচে পোঁতা আছে অর্থাৎ বাঁশটির 7/10 অংশ মাটির নীচে পোঁতা আছে।

উত্তর: মিথ্যা (F)

ব্যাখ্যা: 30% = 30/100 = 3/10 অংশ

 

3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :

(i) (1 – 5x – 36x²) সংখ্যামালাটির একটি উৎপাদক (1 – 9x) হলে, অপর উৎপাদকটি নির্ণয় করাে।

উত্তর: 

(ii) x³ – 8 এবং x³ + 2x² – 8x-এর ল.সা.গু নির্ণয় করাে যেখানে x³ + 2x² – 8x = x (x + 4) (x – 2)

উত্তর: 

(iii)

উত্তর: আমরা জানি, বহিঃস্থ কোন অন্তঃস্থ বিপরীত কোন দুটির পরিমাপের যোগফলের সমান।

∴ x° = 50° + 35° = 85°

আবার y° = x° (অনুরূপ কোন)

∴ y° = 85°

(iv) কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কি.মি.। কিন্তু মেইন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেইন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব নির্ণয় করাে। 

উত্তর: 

 

4. যুক্তি দিয়ে প্রমাণ করাে যে, কোনাে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে।

উত্তর: 

 

 

Class 8 Model Activity Task Part 7 October 

Bangla (বাংলা) | Math (গণিত) | ENGLISH (ইংরেজি) | Geography (পরিবেশ ও ভূগোল) | History (ইতিহাস) | Science (পরিবেশ ও বিজ্ঞান) | স্বাস্থ্য ও শারীরশিক্ষা

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment