দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ও পুনর্গঠনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা কী ছিল?

দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ও পুনর্গঠনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা কী ছিল?     4 Marks/Class 10

উত্তর:-

ভূমিকা : ভারতের ভৌগােলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং প্রগতি ও পুনর্নির্মাণের জন্য দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করতে জাতীয় কংগ্রেস ও স্বাধীন ভারত সরকার বিশেষ ভূমিকা পালন করেছিল।

কংগ্রেসের ভূমিকা : প্রাক-স্বাধীনতা পর্বে ৫৬২টিরও অধিক দেশীয় রাজ্যগুলির অস্তিত্ব ও স্বাধীন মনােভাব ভারতে এক রাজনৈতিক সংকট সৃষ্টি করে। এই পরিস্থিতিতে —

১. নেতাদের ভূমিকা : স্বাধীনােত্তর ভারতবর্ষের রাজনৈতিক সংকট বিষয়ে ভারতের নেতারা যথেষ্ট সচেতন ছিলেন এবং বিশেষ করে জওহরলাল নেহরু ও সর্দার বল্লভভাই প্যাটেল এই সংকটমােচনে উল্লেখযােগ্য ভূমিকা নেন। 

২. প্রজা উন্নতি : দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ প্রশাসন মধ্যযুগীয় ভাবধারা দ্বারা পরিচালিত হওয়ায় রাজ্যের প্রজারাও ছিল অবহেলিত। তাই তারা যে-কোনাে মূল্যে এমনকি সামরিক ক্ষমতা প্রয়ােগ করেও দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবি সম্পর্কে সােচ্চার হন। লৌহমানব’ নামে খ্যাত সর্দার বল্লভভাই বিষয়টি শক্ত হাতে মােকাবিলা করেন। 

৩. দেশীয় রাজ্য দপ্তর : স্বাধীনতা লাভের প্রাক্কালে দেশীয় রাজ্য দপ্তর প্রতিষ্ঠার (২৭ জুন, ১৯৪৭ খ্রি.) কারণগুলি হল—

প্রথমত, দেশীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক ও যােগাযােগ প্রতিষ্ঠা করে দেশীয় রাজ্যগুলিকে বিধিবদ্ধভাবে ভারতের অন্তর্ভুক্ত করা।

দ্বিতীয়ত, দেশীয় রাজ্যগুলির রাজাদের ভাতা, খেতাব ও অন্যান্য সুযােগসুবিধা পর্যালােচনা করে তার ব্যবস্থা করা।

তৃতীয়ত, দেশীয় রাজ্যগুলিকে ‘ভারতভুক্তির দলিল’-এ স্বাক্ষরের জন্য কূটনৈতিক অথবা সামরিক চাপ সৃষ্টি করা এবং ভারতভুক্তির প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করা। 

৪. কূটকৌশল : পররাষ্ট্র মন্ত্রী বল্লভভাই প্যাটেল কূটকৌশল প্রয়ােগ করে ভারত রাষ্ট্রে যােগদানের জন্য দেশীয় রাজ্যগুলির ওপর প্রবল চাপ প্রয়ােগ করেন। তিনি রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে ভারতের নৈতিক দাবির ওপর বিশেষ গুরুত্ব দেন। এ ব্যাপারে তাকে সাহায্য করেন তার স্বরাষ্ট্র দফতরের সচিব ভি. পি. মেনন। লর্ড মাউন্টব্যাটেনও তাদের অল্পবিস্তর সাহায্য করেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment