মাধ্যমিক শিক্ষার পাঠক্রম সংক্ষেপে আলোচনা করো

মাধ্যমিক শিক্ষার পাঠক্রম সংক্ষেপে আলোচনা করো

উত্তর :

মাধ্যমিক শিক্ষার পাঠক্রম : 

মাধ্যমিক শিক্ষার কাঠামাে অনুযায়ী বিশ্লেষণ করলে তিনটি স্তরের সন্ধান পাওয়া যায়। এগুলি হল—

[1] নিম্নমাধ্যমিক স্তর : পঞম বা ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, 10 বা 11 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। 

[2] মাধ্যমিক স্তর : নবম ও দশম শ্রেণি, 15 থেকে 16 বছর বয়সিদের জন্য। 

[3] উচ্চমাধ্যমিক স্তর : একাদশ ও দ্বাদশ শ্রেণি, 17 থেকে 18 বছর বয়সিদের জন্য। 

নিম্নমাধ্যমিক স্তরের পাঠক্রম :

(i) ভাষা : তিনটি (মাতৃভাষা, ইংরেজি ও প্রাচীন ভাষা), (ii) গণিত, (iii) ভৌতবিজ্ঞান, (iv) জীবনবিজ্ঞান, (v) ইতিহাস, (vi) ভূগােল এবং (vii) কর্মশিক্ষা, শারীর শিক্ষা ও সমাজসেবা।

মাধ্যমিক স্তরের পাঠক্রম :

মাধ্যমিক শিক্ষার পাঠক্রমে চারটি বিভাগ রয়েছে।

[1] ভাষাবিভাগ : এখানে প্রথম ভাষা হল মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হল ইংরেজি বা হিন্দি। 

[2] গণিত ও বিজ্ঞান বিভাগ : এই বিভাগে গণিত, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানে পাঠদান করা হয়। 

[3] সমাজবিজ্ঞান বিভাগ : এই বিভাগে ইতিহাস এবং ভূগােল বিষয়ে পাঠদান করা হয়।

[4] ঐচ্ছিক বিষয়ের বিভাগ : এখানে অনেকগুলি বিষয় থাকে। শিক্ষার্থীরা পছন্দমতাে যে-কোনাে একটি বিষয় নির্বাচন করতে পারে। বর্তমানে বহু শিক্ষার্থী এই বিষয়টিকে এড়িয়ে চলে। কারণ এটি বাধ্যতামূলক নয়।

উচ্চমাধ্যমিক স্তরের পাঠক্রম :

এই স্তরের পাঠক্রমে আমাদের রাজ্যে দুটি প্রবাহ রয়েছে- (i) একটি সাধারণ প্রবাহ এবং (ii) অন্যটি বৃত্তিমূলক প্রবাহ। 

সাধারণ প্রবাহ : (i) ভাষা স্তর—দুটি ভাষা (মাতৃভাষা ও ইংরেজি)। (ii) নির্বাচনমূলক স্তর—বিভিন্ন বিষয়ের মধ্য থেকে যে-কোনাে তিনটি বিষয় নির্বাচনের সুযােগ। (iii) কর্মভিত্তিক স্তর–কর্ম অভিজ্ঞতা, সমাজসেবা, শারীর শিক্ষা ইত্যাদি। (iv) ঐচ্ছিক নির্বাচনমূলক স্তর—বিভিন্ন বিষয় সম্বলিত তালিকা থেকে যে-কোনাে একটি বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচনের সুযােগ। তবে ঐচ্ছিক বিষয় গ্রহণ বাধ্যতামূলক নয়। 

বৃত্তিমূলক প্রবাহ :(i) ভাষা—বাংলা, নেপালি, হিন্দি, উর্দু এবং ইংরেজির মধ্যে যে-কোনাে দুটি নির্বাচন করতে হবে। (ii) নির্বাচনমূলক স্তর—আটটি বিষয়ের মধ্য থেকে যে-কোনাে তিনটি বিষয় নির্বাচন করতে হবে। (iii) বৃত্তিগত নির্বাচনমূলক স্তর : পাঁচটি বৃত্তিগত বিষয়ের মধ্য থেকে দুটি বিষয় নির্বাচন করতে হবে। (iv) সক্রিয়তাভিত্তিক কাজের বিভাগ—কর্মশিক্ষা, শারীর শিক্ষা ইত্যাদি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment