ইলবার্ট বিল আন্দোলন – টীকা লেখাে l

প্রশ্ন – টীকা লেখাে : ইলবার্ট বিল আন্দোলন। 4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ১৮৭৩ খ্রিস্টাব্দের ফৌজদারি আইনে কোনাে আদালতের ভারতীয় বিচারক ইউরােপীয় অপরাধীদের বিচার করতে পারবে না বলে ঘােষণা করা হয়েছিল। তদানীন্তন ভাইসরয় লর্ড রিপন বিচারব্যবস্থায় এই বৈষম্য দূর করার জন্য তার আইন সদস্য স্যার সি পি ইলবার্টকে একটি নতুন আইনের খসড়া বা বিল তৈরির নির্দেশ দেন। স্যার ইলবার্ট বিচার ব্যবস্থায় জাতিবৈষম্যমূলক ব্যবস্থা তুলে দিয়ে যে বিল বা আইনের খসড়া তৈরি করেন তা ইলবার্ট বিল নামে পরিচিত।

বিতর্ক : ভারতীয়দের কাছে বিচারপ্রার্থী হতে ইউরােপীয়দের জাত্যাভিমানে আঘাত লাগত। তাই তারা ইলবার্ট বিল মানতে অস্বীকার করে। অন্যদিকে ইলবার্ট বিলের উদ্দেশ্য ছিল বিচারব্যবস্থায় বৈষম্য দূর করা, যা ভারতবাসীর কাছে মঙ্গলদায়ক ছিল।

ইলবার্ট বিল আন্দোলন : ভারতে বসবাসকারী ইউরােপীয়রা। ইলবার্ট বিল-এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তােলে। অন্যদিকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারতসভা ইলবার্ট বিলের পক্ষে প্রতি-আন্দোলন গড়ে তােলে। অবশেষে পরিস্থিতির চাপে সরকার ইলবার্ট বিলে কিছু সংশােধনী আনে—যার মাধ্যমে ইউরােপীয়রাই জয়যুক্ত হয়।

গুরুত্ব : ইলবার্ট বিল ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ ইলবার্ট বিল। আন্দোলন থেকে এ কথা প্রমাণিত হয় যে, সংঘবদ্ধ আন্দোলন “রলে কোনাে কিছু আদায় করা যায় না। তাই সুরেন্দ্রনাথ। পাধ্যায় দেশজুড়ে রাজনৈতিক সংগঠন গড়ে তােলার অয়ােজনীয়তা অনুভব করেছিলেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment