ইতিহাসের উপাদানরূপে ‘সংবাদপত্রের গুরুত্ব কী?

প্রশ্ন : ইতিহাসের উপাদানরূপে ‘সংবাদপত্রের গুরুত্ব কী? 2 Marks

উত্তর : ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্বগুলি হল— 

প্রথমত, সংবাদপত্র কীভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়;

দ্বিতীয়ত, ব্রিটিশ সরকারের জনবিরােধী নীতির সমালােচনার বিভিন্ন দিক ফুটে ওঠে;

তৃতীয়ত, উনিশ শতক ও বিশ শতকে ভারতের জাতীয়তাবাদের উদ্ভব, প্রচার ও স্বাধীনতা আন্দোলনের কথা জানা যায়; 

চতুর্থত, উনিশ শতকে এদেশের সমাজ ও ধর্মের ক্ষেত্রে যে-সমস্ত কুসংস্কার ছিল তার বিরুদ্ধে সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কারকরা কীভাবে সােচ্চার হয়েছিলেন তা জানা যায়।

দৃষ্টান্ত হিসেবে বলা যায়, সতীদাহপ্রথার বিরােধিতায় “দিগদর্শন’, নীলবিদ্রোহের সপক্ষে জনমত গঠনে ‘হিন্দু প্যাট্রিয়ট’, ব্রিটিশ সরকারের জনবিরােধী নীতির সমালােচনার ক্ষেত্রে ‘সােমপ্রকাশ’, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বয়কট আন্দোলন প্রসারে ‘সন্ধ্যা’ পত্রিকার বিশেষ ভূমিকা ছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “ইতিহাসের উপাদানরূপে ‘সংবাদপত্রের গুরুত্ব কী?”

Leave a Comment

error: Content is protected !!