HS Education Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৪

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা HS Education Suggestion 2024 PDF (উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৪) নিয়ে এসেছি। অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। আশা করি এখান থেকেই তোমরা পরীক্ষায় 95% কমন পেয়ে যাবে।

HS Education Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৪

২০২৪ উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষায় যাতে তোমরা ভালো ফল লাভ করতে পারো, সেই জন্য আমরা এখানে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৪ প্রকাশ করলাম। এখানে 4 ও 8 মার্কের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এই 2024 Higher Secondary Education Suggestion টি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ

HS Education Suggestion 2024

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৪


HS Education Suggestion 2024 PDF

শিখন (প্রথম অধ্যায়)

1. আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষায় আগ্রহের গুরুত্ব লেখো। ***

2. মনোযোগ কি।মনোযোগের নির্ধারক কি। শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো ***

3. পরিনমন কি। শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখ। শিখন ও পরিণমনের সম্পর্ক কি ***

4. সাধারণ মানসিক ক্ষমতা কি। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো 

5. বুদ্ধির সংজ্ঞা লেখ। সাধারণ মানুষিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখ। 

6. ক্ষমতা কাকে বলে। থাস্টোনের বহু উপাদান তত্ত্বটি লেখ।

শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়)

1. সক্রিয় অনুবর্তন এর বৈশিষ্ট্য দাও শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন এর বৈশিষ্ট্য মূল্যায়ন করো

2. শিখন কৌশল হিসেবে স্ক্যানার বক্স কি তার পরীক্ষাটি লেখ।

3. শিক্ষা ক্ষেত্রে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা কর

4. শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কি অপানুবর্তন বলতে কী বোঝো।

শিক্ষায় রাশিবিজ্ঞান (তৃতীয় অধ্যায়)

** কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে?

নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে একটি পরিসংখ্যা বিভাজনে স্থাপন করো। বণ্টনটি থেকে গড় এবং ভুয়িষ্টক (মিন এবং মোড) নির্ণয় করো। 4+4

(40,39,56,57,56,58,38,82,57,45,56,67,45,87,

56,56,67,34,86,96,46,76,87,56,66,55,76,56,

45,65,34,65,87,56,65,76

45,76,56,46,47,58,45,56

45,78,87,86,84,67,64)

ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ (চতুর্থ অধ্যায়)

1. নারী শিক্ষা বিষয়ে জাতীয় নারী শিক্ষা কমিটির ভক্তবৎসলম কমিটির সুপারিশ গুলি আলোচনা করো

বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন (পঞ্চম অধ্যায়)

1. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্য কি 

মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়)

1) কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠক্রম সম্পর্কে লেখ। ***

2) মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য গুলি কি কি ? এ প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা লেখ। **

কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়)

1. প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ গুলি আলোচনা করো ***

2. কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠক্রম সম্পর্কে আলোচনা কর।

3. বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্পর্ক লেখ।  ****

4. প্রাক-প্রাথমিক শিক্ষা কি। এর উদ্দেশ্যে কাঠামো ও পাঠক্রম সম্পর্কে আলোচনা কর।

5. কারিগরি শিক্ষার সমস্যা ও সমাধানের উপায় কি

জাতীয় শিক্ষানীতি (অষ্টম অধ্যায়)

1. জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এর সুপারিশ গুলি আলোচনা করো। ***

2. জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশ গুলি আলোচনা

করো।

ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়)

1. মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা কর । ***

2. দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি 

3. বিদ্যালয়ে বা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি

4. প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি এদের শিক্ষার প্রয়োজনীয়তা কি

প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ (দশম অধ্যায়)

1. সর্বশিক্ষা অভিযান কি এর লক্ষ্য ও উদ্দেশ্য কর্মসূচি লেখ। ***

2. বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো। এর সমস্যা, উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা কর। ***

3. জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো

4. সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলো কি কি

5. শিক্ষায় সর্বজনীকরণের সমস্যাগুলো কি কি 

6. বয়স্ক শিক্ষার সফল না ব্যর্থতার সম্পর্কে যুক্তি দাও

7. ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কি

শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি (একাদশ অধ্যায়)

1) একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য বা উদ্দেশ্য গুলি আলোচনা করো ***

2) কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি ***

3) জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি

শিক্ষায় প্রযুক্তির ভূমিকা (দ্বাদশ অধ্যায়)

1) শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখ ৷ ****

2) কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও

PDF Link

138 KB

Read Also

HS History Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৪

HS Education Suggestion 2024 PDF | উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন ২০২৪

HS Sociology Suggestion 2024 | উচ্চমাধ্যমিক সমাজবিজ্ঞান সাজেশন ২০২৪

HS Political Science Suggestion 2024 | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!