HS Philosophy Question Paper 2022 PDF Download WBCHSE | উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০২২

প্রিয় ছাত্রছাত্রীরা এই আর্টিকেলে আমরা HS Philosophy Question Paper 2022 PDF সহ নিয়ে এসেছি। ২০২২ এর উচ্চমাধ্যমিক পরীক্ষাটা খুবই কঠিন ছিল। করোনা অতিমারির পর এটাই ছিল প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা। তো, আমরা এখানে উচ্চমাধ্যমিক ২০২২ এর Philosophy (দর্শন) Question Paper নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই আর্টিকেল টা তোমাদের সবারই ভালো লাগবে।

HS Philosophy Question Paper 2022 PDF

HS Question Paper 2022
Philosophy (দর্শন)

Total Time : 3 Hours 15 minutes | Total Marks : 80


HS Philosophy Question Paper 2022

বিভাগ – ক 
PART – A
(Marks : 40)

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : ৪ x 5 + 40

(a) বচন বলতে কী বােঝাে ? উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করাে। 2 + 6

অথবা

নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করাে এবং কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করাে :
(i) একজন মানুষ কখনােই দেবতা হতে পারেন না।
(ii) সব আবেদনকারীই সত্যনিষ্ঠ নন।
(iii) কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল।
(iv) দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন।

(b) বচনের বিরােধিতা কাকে বলে ? বচনের বিরােধিতার শর্তগুলি কী কী ? বিরুদ্ধ বিরােধিতা কাকে বলে ? | বচনের বিরুদ্ধ বিরােধিতা এবং বিপরীত বিরােধিতার মধ্যে পার্থক্য করা। 2 + 2 + 2 + 2

অথবা

সাবেকী যুক্তিবিজ্ঞান অনুসারে বচনের বিরােধিতার বর্গক্ষেত্রটি অঙ্কন করাে। 4 + 1 + 1 + 1+1
(i) যদি A বচন সত্য হয় তবে বচনের সত্যমূল্য কী হবে?
(ii) যদি I বচন সত্য হয় তাহলে A বচনের সত্যমূল্য কী হবে ?
(ii) যদি E বচন মিথ্যা হয় তাহলে I বচনের সত্যমূল্য কী হবে?
(iv) যদি ০ বচন মিথ্যা হয়, তাহলে E বচনের সত্যমূল্য কী হবে?

(c) অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী ? বিবর্তন কাকে বলে ? দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করাে। 2 + 2 + 4

অথবা

নীচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করা : (1 +1/2+ 1/২) x 4
(i) শতকরা 75 শতাংশ ব্যবসায়ীই সৎ।
(ii) সব শিক্ষিত মানুষ ভদ্র নন।
(iiii) নিঃস্বার্থ মানুষ নেই।
(iv) যে কোন বিজ্ঞানের ছাত্রই এই প্রশ্নের উত্তর জানে।

(d) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করাে ও বৈধত বিচার করাে : 4 + 4
(i) কেবলমাত্র অসৎ লােকেরাই ভীরু ; তিনি ভীরু নন, অতএব, তিনি অসৎ নন।
(i) রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি আর সব কবিরাই দার্শনিক।

অথবা

নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টীকা লেখ : 4 + 4
(i) নিরপেক্ষ ন্যায়ের সংস্থান।
(i) অবৈধ পক্ষ দোষ।

(e) মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলােচনা করাে। (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)) 1 + 2 + 1 + 2 + 2

অথবা

“বাতাসে অক্সিজেনের অনুপস্থিতিতে লােহায় মরিচা ধরে না। সুতরাং, অক্সিজেনের উপস্থিতিই মরিচা ধরার কারণ।” – উপরের যুক্তিটিতে মিলের কোন্ পদ্ধতি প্রয়ােগ করা হয়েছে ? পদ্ধতিটি ব্যাখ্যা করাে। (চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা (দুটি), অসুবিধা (দুটি)) 1+1+ 2 + 2 + 2


বিভাগ – খ 
PART – B
(Marks : 40)

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (১ নম্বরের)

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখাে (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 24 = 24

(i) প্রতিটি নঞর্থক বচনের …………….. পদটি অবশ্যই ব্যাপ্য হয়।
(a) উদ্দেশ্য
(b) বিধেয়
(c) উদ্দেশ্য ও বিধেয়
(d) কোনােটিই নয়

(ii) সম্বন্ধ অনুযায়ী বচন দু’প্রকার
(a) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন
(b) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন
(c) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন
(d) সামান্য সদর্থক বচন ও সামান্য নঞর্থক বচন

(iii) ব্যাবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলাে
(a) পরিমাণ
(b) উদ্দেশ্য
(c) গুণ
(d) বিধেয়
অথবা
বতুগত ব্যাবর্তন স্বীকার করেছেন
(a) বেইন
(b) মিল
(c) হেগেল
(d) রাসেল

(iv) A বচনের সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি হলাে
(a) A
(b) E
(c) I
(d) O

(v) সকল কুকুর হয় বিড়াল l
সকল পাখী হয় কুকুর।
∴ সকল পাখী হয় বিড়াল।
উপরােক্ত যুক্তিটি
(a) অবৈধ
(b) মিথ্যা
(c) বৈধ
(d) সত্য
অথবা
একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে …………… আশ্রয়বাক্য থাকে।
(a) দুটি
(b) তিনটি
(c) চারটি
(d) একটি

(vi) উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলাে
(a) সাদৃশ্যের সংখ্যা
(b) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(c) ব্যক্তিগত বৈসাদৃশ্য
(d) ব্যক্তিগত সাদৃশ্য

(vii) মিলের যে আরােহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নঞর্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হল
(a) অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতি
(b) ব্যতিরেকী পদ্ধতি
(c) অন্বয়ী পদ্ধতি
(d) সহপরিবর্তন পদ্ধতি

(viii) আকাশ ঘন মেঘে আচ্ছন্ন। সুতরাং বৃষ্টি হবে।’ – এক্ষেত্রে মিলের …………….. পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছে।
(a) অন্বয়ী
(b) অন্বয়ী-ব্যতিরেকী
(c) ব্যতিরেকী
(d) সহপরিবর্তন

(ix) বিবর্তন একটি
(a) অবরােহ যুক্তি
(b) আরােহ যুক্তি
(c) উপমা যুক্তি
(d) কোনােটিই নয়
অথবা
অবরােহ যুক্তিবিজ্ঞান একটি
(a) বস্তুনিষ্ঠ শাস্ত্র
(b) নির্বিচারবাদী শাস্ত্র
(c) আকারনিষ্ঠ শাস্ত্র
(d) কোনােটিই নয়।

(x) যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলাে
(a) A বচন
(b) E বচন
(c) I বচন
(d) O বচন
অথবা
উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়
(a) সামান্য বচনের
(b) বিশেষ বচনের
(c) সদর্থক বচনের
(d) নঞর্থক বচনের

(xi) A বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত O বচনের সত্যমূল্য হবে
(a) সত্য
(b) মিথ্যা
(c) সম্ভাব্য
(d) কোনােটিই নয়

(xii) একটি অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের সংখ্যা হলাে
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) এদের কোনােটিই নয়

(xiii) DIMARIS মূর্তিটি বৈধ হয়
(a) প্রথম সংস্থানে
(b) দ্বিতীয় সংস্থানে
(c) তৃতীয় সংস্থানে
(d) চতুর্থ সংস্থানে

(xiv) পক্ষ পদ পক্ষ আশ্রয়বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হল
(a) সিদ্ধান্তের বিধেয় স্থানে
(6) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
(c) সাধ্য আশ্রয়বাক্যের বিধেয় স্থানে
(d) সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে

(xv) আরােহ অনুমানের সমস্যাটি হল
(a) বৈধতা নির্ণয়
(b) অবৈধতা নির্ণয়
(c) আকারগত সত্যতা নির্ণয়
(d) সামান্যীকরণ

(xvi) যুক্তিবিজ্ঞানী মিলের মতে, আরােহ অনুমান
(a) দুই প্রকার
(b) তিন প্রকার
(d) চার প্রকার
(d) এক প্রকার
অথবা
অপূর্ণ গণনামূলক আরােহ অনুমান একটি
(a) বৈজ্ঞানিক আরােহ অনুমান
(b) অবৈজ্ঞানিক আরোহ অনুমান
(c) গাণিতিক আরােহ অনুমান
(d) উপমা যুক্তি

(xvii) যদি একটি অবরােহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে ?
(a) অবৈধ
(b) বৈধ
(c) সম্ভাব্য
(d) কোনােটিই নয়

(xviii) একটি আরােহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা
(a) বৈধ
(b) অবৈধ
(c) সম্ভাব্য
(d) সত্য

(xix) বচনের বিরােধানুমান হলাে এক প্রকার
(a) মাধ্যম অনুমান
(b) অমাধ্যম অনুমান
(c) ন্যায় অনুমান
(d) যৌগিক যুক্তি

(xx) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ………….. বচনের মধ্যে অধীন বিপরীত বিরােধিতার সম্বন্ধ থাকে।
(a) E, O
(b) I, O
(c) A, I
(d) A,E

(xxi) কোনাে কোনাে ফুল নয় লাল বস্তু — O
কোনাে কোনাে লাল বস্তু নয় ফুল — O
উপরােক্ত সরল আবর্তনটি হল
(a) বৈধ
(b) অবৈধ
(c) স্ব-বিরােধী
(d) সম্ভাব্য

(xxii) নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হলাে
(a) দুই
(b) তিন
(c) চার
(d) পাঁচ

(xxiii) আরােহ অনুমানের আকারগত ভিত্তি হলাে
(a) দৃষ্টান্ত গণনা
(b) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
(c) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
(d) প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি

(xxiv) লৌকিক আরােহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন
(b) হবস
(c) জনসন
(d) বেকন

নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) : 1 x 16 = 16

(i) যুক্তির আকার বলতে কি বােঝাে?
অথবা
বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কী ?

(ii) A বচনের একটি সরল আবর্তনের উদাহরণ দাও।

(iii) ভালাে ও মন্দ উপমাযুক্তির মধ্যে পার্থক্য করাে।
অথবা
মন্দ উপমাযুক্তির একটি উদাহরণ দাও।

(iv) বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরােহ অনুমানের মধ্যে পার্থক্য কি? ( যে-কোনাে একটি)

(v) মিল-এর অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক আকারটি উল্লেখ করাে।

(vi) একটি অবরােহ যুক্তি কখন বৈধ হয় ?

(vii) অসম বিরােধিতার সত্যতার নিয়মটি লেখাে।
অথবা
“কোনাে কোনাে মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি।” — বচনটির অধীন বিপরীত বচন উল্লেখ করাে।

(viii) যুক্তি কাকে বলে ?

(ix) মিলের অন্বয়ী পদ্ধতিটি কোন্ অপসারণ নিয়মের উপর গঠিত ?
অথবা
মিলের অন্বয়ী পদ্ধতি প্রয়ােগের একটি উদাহরণ দাও।

(x) কখন একটি নিরপেক্ষ ন্যায় ‘অব্যাপ্য হেতু দোষ’-এ দুষ্ট হয় ?
অথবা
নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কাকে বলে ?

(xi) আরােহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করাে।

(xii) আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি কী কী ?
অথবা
নিরপেক্ষ বচনে সংযােজক বলতে কী বােঝাে?

(xiii) সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কী?

(xiv) অবৈজ্ঞানিক আরােহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় ?

(xv) ‘FESTINO’ মূর্তিটির একটি আকারগত উদাহরণ দাও।

(xvi) আরােহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী?

PDF Download

Part A

766 KB

আরো দেখুন

English
Bengali (বাংলা)
History (ইতিহাস)
Geography (ভূগোল)
Education (শিক্ষাবিজ্ঞান)
Philosophy (দর্শন)
Political Science (রাষ্ট্রবিজ্ঞান)
Sanskrit (সংস্কৃত)
Economics (অর্থনীতি)
Chemistry (রসায়নবিদ্যা)
Sociology (সমাজবিজ্ঞান)
HS Question Paper List 2022

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “HS Philosophy Question Paper 2022 PDF Download WBCHSE | উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০২২”

Leave a Comment