মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ কীভাবে বিশ্বউষ্ণায়নকে ত্বরান্বিত করছে

মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ কীভাবে বিশ্বউষ্ণায়নকে ত্বরান্বিত করছে?
অথবা, কোন্ কোন্ উৎস থেকে নিম্নলিখিত গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে মিশছে—মিথেন, নাইট্রাস অক্সাইড।
অথবা, কী কী কারণে CO2 ও CFC বায়ুতে মিশছে? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে মেশার ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বেড়ে চলেছে, অর্থাৎ বিশ্বউষ্ণায়নের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক কারণে এবং প্রধানত মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের ফলেই এই গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে মেশে।

কার্বন ডাইঅক্সাইডের উৎস: 1) কলকারখানা ও মােটরগাড়ির ধোঁয়া, 2) নির্বিচারে বনভূমি ধ্বংস, 3) সিমেন্ট উৎপাদন কেন্দ্র 4) অগ্ন্যুৎপাত ও দাবানল।

মিথেনের উৎস: 1) বায়ুর অবর্তমানে মৃত জীবদেহের পচন, 2) বিভিন্ন জৈব আবর্জনা ও গবাদি পশুর মলমূত্রের পচন, 3) আবদ্ধ বর্জ্য পদার্থ সমৃদ্ধ ও কর্দমাক্ত জলাভূমি ও ধানখেত, 4) বিভিন্ন খনি অঞ্চল।

ক্লোরােফ্লুরোকার্বনের উৎস: 1) ফোম ও প্লাস্টিক উৎপাদন, 2) রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার যন্ত্র, 3) অ্যারােসল স্প্রে, 4) অগ্নিনির্বাপক যন্ত্র।

নাইট্রাস অক্সাইডের উৎস: 1) জীবাশ্ম জ্বালানির দহন, 2) বনাঞ্চলে সৃষ্ট দাবাগ্নি, 3) কৃষিজমিতে ব্যবহূত নাইট্রোজেন-ঘটিত কৃত্রিম সার, 4)সার শিল্প ও নাইলন উৎপাদন কারখানা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment