প্রশ্ন : মার্কসবাদী ইতিহাসচর্চা বলতে কী বােঝায়? 2 Marks
উত্তর : বৈজ্ঞানিক সমাজতন্ত্রের উদ্গাতা কার্ল মার্কসের অনুসৃত অর্থনৈতিক দৃষ্টিকোণ, ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদের ওপর ভিত্তি করে উনিশ শতক থেকে ইতিহাসচর্চায় যে নতুন ধারার সূচনা হয়েছে তা মার্কসবাদী ইতিহাসচর্চা নামে পরিচিত।
এই ইতিহাসচর্চার উল্লেখযােগ্য দিকগুলি হল—
প্রথমত, ইতিহাসকে বিশ্লেষণের সময় শােষক-শােষিত সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্রে উৎপাদনের ধরন এবং অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দ্বিতীয়ত, মার্কসবাদী ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযােগ্য হলেন এরিক হবস্ বম, ক্রিস্টোফার হিল, রজনীপাম দত্ত, সুশােভন সরকার, ইরফান হাবিব প্রমুখ।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।