মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর:

সূচনা : মেহেরগড় সভ্যতা ছিল ভারতীয় উপমহাদেশের এক প্রাচীন গ্রামীণ সভ্যতা। 

মেহেরগড় সভ্যতার তৃতীয় তথা শেষ পর্ব — 

[1] সময়কাল : মেহেরগড় সভ্যতার তৃতীয় তথা শেষ পর্বের সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ৪৩০০ থেকে খ্রিস্টপূর্ব ৩৮০০ অব্দ পর্যন্ত।

[2] কৃষিকাজ : কৃষিক্ষেত্রে এই পর্বে মেহেরগড়বাসী নানারকম গম এবং যব চাষ করত। 

[3] মাটির পাত্র : কুমােরের চাকায় মাটির পাত্র তৈরির কৌশল এই পর্বে মেহেরগড় সভ্যতার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এসময় তৈরি পাত্রগুলি চুল্লিতে পােড়ানাে হত এবং তারপর, তাতে নানারকম নকশা ও ছবি আঁকা হত। একরঙা, দুইরঙা ও বহুরঙা মাটির হদিসও পাওয়া গেছে। 

[4] সভ্যতার আয়তন বৃদ্ধি : তৃতীয় পর্বে বসতি হিসেবে মেহেরগড় সভ্যতার আয়তন বাড়ে। 

[5] তামার ব্যবহার : এই পর্বে মেহেরগড় সভ্যতায় নিয়মিতভাবে । তামার ব্যবহার শুরু হয়েছিল। অবশ্য আকরিক থেকে ব্যবহারের জন্য তামা বার করা কঠিন কাজ ছিল। তাই পাথরের তৈরি জিনিসপত্রও এসময়ে ব্যবহার করা হত। 

[6] সিলমােহর : মেহেরগড় সভ্যতার তৃতীয় তথা শেষ পর্বে সিলমােহরের ব্যবহার শুরু হয়েছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment