মেসােস্ফিয়ার কাকে বলে? মেলােপজ কাকে বলে?

মেসােস্ফিয়ার কাকে বলে? মেলােপজ কাকে বলে? 1+1 

উত্তর:- মেসােস্ফিয়ার:- স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে অবস্থিত এবং ভূপৃষ্ঠের সাপেক্ষে 45-85 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরটিকে মেসােস্ফিয়ার বলে।

মেলােপজ:- মেসােস্ফিয়ার স্তরের শেষ সীমায় যে অঞ্চলে উচ্চতা বৃদ্ধি পেলেও উষ্ণতা অপরিবর্তিত থাকে (-92°C), তাকে মেসােপজ বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment