মহাবিদ্রোহের ব্যর্থতা কী অবধারিত ছিল? 

মহাবিদ্রোহের ব্যর্থতা কী অবধারিত ছিল? 4 Marks/Class 10

উত্তর:

ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত নানান ক্ষোভ ও অসন্তোষকে কেন্দ্র করে সূচিত ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে সেনাবাহিনীর সমর্থন, জনগণের সক্রিয় সমর্থন ও সহানুভূতি থাকা সত্ত্বেও শেষপর্যন্ত তা ব্যর্থতায় পর্যবসিত হয়।

মহাবিদ্রোহের এই ব্যর্থতার মূলে একাধিক কারণ ছিল, যথা— 

১) পরিকল্পনার অভাব : বিদ্রোহের কোনাে সুগঠিত পরিকল্পনা বা সুনির্দিষ্ট লক্ষ্য বা যথাযথ রণকৌশল না-থাকায় প্রথম থেকেই এর সাফল্যলাভের সম্ভাবনা ছিল না। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিদ্রোহ সংগঠিত হওয়ায় বিদ্রোহ দমনে ইংরেজ প্রশাসনের বিশেষ অসুবিধা হয়নি। 

২) বিদ্রোহের সীমাবদ্ধতা : ভারতের বিস্তীর্ণ অঞলে বিদ্রোহ প্রসারিত হলেও, তা কিন্তু মূলত উত্তর ও মধ্য ভারতের বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশেই সীমাবদ্ধ ছিল, ভারতের অন্যান্য অঞলে বিদ্রোহের বিশেষ কোনাে প্রতিক্রিয়া ছিল না।

৩) বিভিন্ন জাতি ও দেশীয় রাজাদের বিরােধিতা : ভারতের বিভিন্ন জাতি ও দেশীয় রাজারা বিদ্রোহের বিরােধিতা করে ব্রিটিশদের সমর্থন করেন। হায়দ্রাবাদের নিজাম, কাশ্মীরের মহারাজা, সিন্ধিয়া, পাতিয়ালা ও গুরখা বীর স্যার জঙ্গবাহাদুর প্রভৃতি দেশীয় রাজা ও অসংখ্য ছােটো-বড়াে জমিদার বিদ্রোহ দমনে ব্রিটিশকে সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন। 

৪) অযােগ্য কেন্দ্রীয় নেতৃত্ব : যে-কোনাে বড়াে আন্দোলন বা বিদ্রোহের সাফল্য নির্ভর করে তার সুযােগ্য নেতৃত্বের ওপর; অথচ এই বিদ্রোহের সর্বজনস্বীকৃত নেতা সম্রাট বাহাদুর শাহ ছিলেন বৃদ্ধ, দুর্বল ও অযােগ্য। 

৫) আধুনিক অস্ত্রশস্ত্র ও রণকৌশলের অভাব : অর্থ, রসদ, সমরোপকরণের দিক দিয়েও বিদ্রোহীরা ব্রিটিশদের সমকক্ষ ছিল না হিউরোজ প্রমুখ ইংরেজ সেনাপতিদের উন্নতমানের রণকৌশলের কাছে বিদ্রোহীরা নাজেহাল হয়ে পড়ে।

৬) যােগাযােগ ব্যবস্থার দুর্বলতা : রেলওয়ে ও টেলিগ্রাফ এই দুটি বিভাগ ইংরেজ শাসনের অধীনে থাকায় বিভিন্ন অঞ্জলের সঙ্গে সংযােগরক্ষা করে দ্রুত সংবাদ ও সৈন্য ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব ছিল, অন্য দিকে ভারতীয়দের এই সুযােগ ছিল না।

মহাবিদ্রোহের চিত্র

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment