দশম শ্রেনী (মাধ্যমিক) পোশাক-পরিচছদের ইতিহাসচর্চার মূল বৈশিষ্ট্য আলােচনা করাে।

পোশাক-পরিচছদের ইতিহাসচর্চার মূল বৈশিষ্ট্য আলােচনা করাে। 

পোশাক-পরিচছদের ইতিহাসচর্চার মূল বৈশিষ্ট্য আলােচনা করাে। Mark 4 | Class 10

উত্তর:-

ভূমিকা : আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্যের একটি দিক হল পােশাক-পরিচ্ছদের ইতিহাস, যা কিনা সভ্যতার বিকাশ ও বিবর্তনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত।

বৈশিষ্ট্য : পােশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার বৈশিষ্ট্যগুলি হল-

১) উদ্ভব ও বিবর্তন : পােশাক-পরিচ্ছদের উদ্ভব ও তার বিবর্তনকে চিহ্নিত করে মানবসভ্যতার বিকাশে তার গুরুত্বকে তুলে ধরা এবং পােশাক কীভাবে কর্তৃত্ব ও আভিজাত্যের মাপকাঠি। হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করা এই ইতিহাসের অন্যতম উদ্দেশ্য। 

২) পােশাকের ভিন্নতা : এই ইতিহাসচর্চায় শিল্পবিপ্লবের পূর্বের এবং শিল্পবিপ্লব ও শিল্পবিপ্লবের উত্তর পর্বের পােশাকের ধরন ও বিন্যাসকে চিহ্নিত করা হয়। পােশাক-পরিচ্ছদের ইতিহাস সমাজের অভিজাত ও সাধারণ মানুষের পােশাকের ভিন্নতার তাৎপর্য ব্যাখ্যা করে। 

৩) স্বাস্থ্যবিধি : আঠারাে ও উনিশ শতকে ইউরােপে বিশেষত ইংল্যান্ড ও ফ্রান্সে নারীদের পােশাকের আঁটোসাটো ধরন ও বাহুল্যতা ক্রমশই নারীদের শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই স্বাস্থ্যসম্মত পােশাকের উদ্ভব ও তার বিবর্তনকে চিহ্নিত করাও এই ইতিহাসের বিশেষ বৈশিষ্ট্য। 

৪) রাজনৈতিক তাৎপর্য : আধুনিক বিশ্বে ঔপনিবেশিক শাসনপর্বে পাশ্চাত্য পােশাক কীভাবে উপনিবেশগুলিতে জনপ্রিয় হয়ে ওঠে তার কারণ চিহ্নিত করার পাশাপাশি দেশজ পােশাক সংস্কৃতি কীভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে সংহতি দান করে তাও খুঁজে দেখে এই ইতিহাস।

উপসংহার : এভাবে দেখা যায়, পােশাকের ইতিহাসের সঙ্গে সমাজ-সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক ইতিহাসও যুক্ত। থাকায় পােশাকের ইতিহাসচর্চার ইতিহাস সামগ্রিক ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “পোশাক-পরিচছদের ইতিহাসচর্চার মূল বৈশিষ্ট্য আলােচনা করাে। ”

Leave a Comment

error: Content is protected !!