Reply to the previous letter apologizing for your inability to join the birthday party

Reply to the previous letter apologizing for your inability to join the birthday party. [জন্মদিনের অনুষ্ঠানে তােমার যােগদানে অক্ষমতার জন্য দুঃখ প্রকাশ করে আগের চিঠিটার উত্তর দাও।]

Ans:-

Own address ……
Date ……

Dear Anamika, Many thanks for inviting me to your birthday party. But I am very sorry to inform you that I will not be able to join it. My mom has broken her right hand in an accident. And my father will leave for Delhi on Wednesday morning. He has an urgent business there. So, I will have to stay at home on that day. I just can’t leave mom alone for two-three hours. Please don’t be angry. Try to understand my problem. I will surely meet you when my father returns. Happy birthday to you, in advance.

Yours ever,
Tripti

STAMP
Anamika Saha
C/o C. N. Saha
96/1A S.N. Banerjee Road
Kolkata-700013

প্রিয় অনামিকা, তাের জন্মদিনের অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানানাের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি সেদিন আসতে পারব না। এক দুর্ঘটনায় আমার মায়ের ডান হাত ভেঙে গেছে আর আমার বাবা বুধবার সকালেই দিল্লির উদ্দেশে রওনা হবেন। তার সেখানে একটা জরুরি কাজ পড়ে গেছে। তাই আমাকে ওইদিন বাড়ি থাকতেই হবে। আমি কিছুতেই মাকে দু-তিন ঘণ্টার জন্য একা রেখে যেতে পারব না। দয়া করে রাগ করিস না। আমার সমস্যাটা বুঝতে চেষ্টা কর। আমার বাবা ফিরলে আমি নিশ্চয়ই তাের সঙ্গে একদিন দেখা করব। জন্মদিনের আগাম শুভেচ্ছা।

তাের চিরদিনের,
তৃপ্তি

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment