সড়কপথ ও রেলপথের মধ্যে পার্থক্য লেখাে। 

সড়কপথ ও রেলপথের মধ্যে পার্থক্য লেখাে।     Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

সড়কপথ ও রেলপথের মধ্যে পার্থক্য : সড়কপথ ও রেলপথের মধ্যে পার্থক্যগুলি হল— 

বিষয় সড়কপথরেলপথ 
নির্মাণ ব্যয়নির্মাণ ব্যয় রেলপথ থেকেকম। নির্মাণ ব্যয় সড়কপথ থেকে বেশি l
পরিবহণের প্রকৃতিবেসড়কপথের মাধ্যমে হালকা এবং মাঝারি পণ্য দ্রব্য পরিবাহিত হয়।রেলপথের মাধ্যমে মাঝারি থেকে ভারী ও বৃহদায়তন দ্রব্য বাহিত হয়। 
পরিমাণ সড়কপথের মাধ্যমে একসাথে বেশি পণ্য পরিবহণ করা যায় না। রেলপথের সাহায্যে একসাথে প্রচুর পণ্য পরিবাহিত হয়। 
পরিবহণ ব্যয়সড়কপথে পরিবহণ ব্যয় যথেষ্ট বেশি।রেলপথে পরিবহণ ব্যয় তুলনামূলকভাবে কম।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment