স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায় কেন?

স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায় কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- স্ট্রাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন গ্যাসের অণু (O2) সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শােষণ করে অক্সিজেন পরমাণুতে (O) বিয়ােজিত হয়। এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজোন অণু (O3) সৃষ্টি করে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপের উদ্ভব হয়। এর ফলে দেখা যায় ট্রোপােস্ফিয়ারের ঊর্ধ্বে অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার অংশে (12-45 কিমি) বায়ুর উষ্ণতা কমার বদলে বৃদ্ধি পায়। 45 কিমি উচ্চতায় উষ্ণতা সর্বোচ্চ (0°C বা 32°F) হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment