উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপ কীভাবে পরিবর্তিত হয়

উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের চাপ কীভাবে পরিবর্তিত হয়? 
অথবা, উচ্চতাভেদে বায়ুর চাপের তারতম্যের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, বিভিন্ন স্তরের উচ্চতাভেদে বায়ুর চাপের যে পরিবর্তন ঘটে, তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুস্তরের ঘনত্ব তত কমতে থাকে। তাই উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের চাপও ক্রমাগত হ্রাস পেতে থাকে। সাধারণত 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ 1 সেমি করে হ্রাস পায়। তবে বায়ুচাপ মূলত mb (মিলিবার) এককে প্রকাশ করা হয় (1 মিলিবার 0.02953 ইঞ্চি পারদস্তম্ভের চাপের সমান)। এই হিসেবে 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে 12.60 mb বায়ুচাপের হ্রাস ঘটে। তবে উপরের দিকের বায়ুস্তরের সব অংশে এই হারে বায়ুচাপ হ্রাস পায় না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment