উনিশ শতকের কৃষক-উপজাতি বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি কী ছিল? 4 Marks/Class 10
উত্তর:–
বিখ্যাত নৃতাত্ত্বিক ক্যাথলিন গাফ তার এক সমীক্ষায় দেখিয়েছেন যে, ভারতের ঔপনিবেশিক শাসনপর্বে প্রায় ৭২ টি উপজাতি ও কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
বৈশিষ্ট্য : উনিশ শতকে কৃষক-উপজাতি বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি হল—
১) ধারাবাহিকতা : ঔপনিবেশিক শাসনপর্বে কৃষক উপজাতি বিদ্রোহ নতুন ছিল না, কারণ মােগল শাসনকালেও কৃষক উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
২) প্রান্তিক মানুষের বিদ্রোহ : ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই উপজাতিদের অবস্থান ছিল সমাজের প্রান্তদেশে। এরা মূলত কৃষিজীবী হলেও ব্রিটিশরা এদের বিভিন্ন শ্রমসাধ্য কাজে ব্যবহার করত।
৩) ব্রিটিশ শাসনে অর্থনৈতিক শােষণের বিরােধিতা : ঔপনিবেশিক শাসনপর্বে জমিদার-মহাজন ছিল ব্রিটিশ শাসনের অঙ্গ। ব্রিটিশদের চড়া ভূমি রাজস্বনীতি ও অর্থনৈতিক শােষণ এবং অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিক্রিয়া ছিল বিক্ষোভের মূল কারণ।
৪) ঐক্যের অভাব : ভারতের কৃষক বিদ্রোহগুলি মূলত জাতিগত কারণে বিদেশের কৃষকদের মতাে ঐক্যবদ্ধ ছিল না। এই কৃষক আন্দোলনগুলি সশস্ত্র ও নিষ্ক্রিয় দু’ভাবেই চলেছিল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।