সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন | Why Indus civilization is called Harappan civilization | Class 6 History Notes

প্রশ্ন – সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? 5 Marks | Class 6

উত্তর:

সূচনা: সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় নানাবিধ কারণে। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলার কারণ 

[1] সিন্ধু সভ্যতা আবিষ্কারের পরে এই সভ্যতার বেশিরভাগ প্রত্নস্থল সিন্ধু উপত্যকা অঞলের মধ্যেই খুঁজে পাওয়া গিয়েছিল। তাই সেই সময় এই সভ্যতার নামকরণ করা হয়েছিল সিন্ধু সভ্যতা। তবে বিগত তিরিশ চল্লিশ বছর ধরে উপমহাদেশের বিভিন্ন স্থানে সিন্ধু সভ্যতার প্রায় দেড় হাজারটি নতুন প্রত্নক্ষেত্র আবিষ্কৃত হওয়ায় সিন্ধু সভ্যতার ভৌগােলিক। প্রসার ঘটেছে। এই সভ্যতার অন্তর্ভুক্ত সর্বপ্রথম প্রত্নস্থল হরপ্পা হওয়ায়। এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা থেকে হরপ্পা সভ্যতা হয়েছে। 

[2] প্রত্নতত্ত্ববিদদের যুক্তি হল, যেহেতু সিন্ধু সভ্যতার সকল প্রত্নক্ষেত্রগুলির মধ্যে হরপ্পাতেই প্রথম খননকার্য শুরু হয়েছিল তাই এই সভ্যতার নাম হওয়া উচিত হরপ্পা সভ্যতা। 

[3] সিন্ধু নদের দুই ধারে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক কেন্দ্রগুলির মধ্যে হরপ্পা থেকে কিছু বেশি পরিমাণ। প্রত্ননিদর্শন পাওয়া গেছে বলেও সভ্যতাটিকে হরপ্পা সভ্যতা বলা হয়।।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন | Why Indus civilization is called Harappan civilization | Class 6 History Notes”

Leave a Comment