Write a biography of Manna Dey using the following points

Write a biography of Manna Dey using the following points: [নীচের সূত্রগুলি ব্যবহার করে মান্না দে-এর একটি জীবনী রচনা করাে:] .

Points: Date and place of birth: 1 May 1919, Madanmohan Ghosh Lane, Kolkata-Parents: Purna Chandra Dey and Mahamaya Devi Education: Indubabu’s Pathsala, Scottish Church Collegiate School, Vidyasagar College-Inspiration: Uncle Krishna Chandra Dey-Career: First duet in the film Tamanna’ (1943), then ‘Sankhabela’ (1966), ‘Antony Firingi (1967), ‘Chowringhee’ (1968), etc.-Speciality: Classical and semi-classical songs-Awards: Padma Shri (1971), Filmfare Award (1972), Padma Bhusan (2004), Dadasaheb Phalke (2007) and Banga Bibhushan (2011)-Breathed his last: 24 Oct, 2013, Bengaluru

Ans:

MELODY KING MANNA DEY 

In our country ‘Manna Dey’ and ‘Melody’ remained synonymous for almost fifty years. This great maestro was born on 1st May, 1919 in his ancestral house at 9 Madanmohan Ghosh Lane, Kolkata. His parents were Purna Chandra Dey and Mahamaya Devi. He got his early education at Indubabu’s Pathsala. After leaving Pathsala he joined Scottish Church Collegiate School. He completed his graduation from Vidyasagar College. His uncle Krishna Chandra Dey inspired him to take up singing as a profession. The melodious journey of his life began with a duet song in the film ‘Tamanna’ in the year 1943. After that he gave us many hit and popular songs from films like ‘Sankhabela’ (1966), ‘Antony Firingi’ (1967), ‘Chowringhee’ (1968), etc. Even though his speciality was classical and semi-classical music his modern Bengali songs were equally popular. People still become mesmerized when they listen to ‘Coffee-Houser Sei Addata Aaj Aar Nei’, ‘Se Aamar Choto Bon’, ‘Aamay Ektu Jayga Dao’, etc. He was awarded Padma Shri, Filmfare Award, Padma Bhushan, Dadasaheb Phalke Award and Banga Bibhushan. He left us on 24 October, 2013.

সুরের রাজা মান্না দে 

আমাদের দেশে প্রায় পঞ্চাশ বছর ধরে ‘মান্না দে’ এবং ‘মধুর সুর’ সমার্থক হয়ে ছিল। কলকাতার ৯ নং মদন মােহন ঘােষ লেনে তার পৈতৃক বাড়িতে ১৯১৯ খ্রিস্টাব্দের ১ মে এই মহান সংগীত শিল্পীর জন্ম হয়। তাঁর বাবার নাম পূর্ণচন্দ্র দে এবং মায়ের নাম মহামায়া দেবী। তিনি তার প্রাথমিক শিক্ষা লাভ করেন ইন্দুবাবুর পাঠশালায়। পাঠশালা ছাড়ার পর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে ভরতি হন। তিনি বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন। তার কাকা কৃষচন্দ্র দে সংগীতকে পেশা হিসেবে নেওয়ার জন্য তাকে উৎসাহিত করেন। তাঁর জীবনের সুরেলা যাত্রা শুরু হয় ১৯৪৩ খ্রিস্টাব্দে ‘তমন্না’ সিনেমায় একটি দ্বৈত সংগীত গেয়ে। তারপর থেকে তিনি আমাদের ‘শঙ্খবেলা’ (১৯৬৬), ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ (১৯৬৭), চৌরঙ্গী’ (১৯৬৮) ইত্যাদি সিনেমার বহু হিট ও জনপ্রিয় গান উপহার দিয়েছেন। যদিও তার বিশেষত্ব ছিল ধ্রুপদি ও ধ্রুপদাঙ্গের সংগীত, তার গাওয়া আধুনিক বাংলা গানও সমানভাবে জনপ্রিয়। লােকে যখন আজও তার গাওয়া ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’, ‘সে আমার ছােটো বােন’, ‘আমায় একটু জায়গা দাও’, ইত্যাদি গান শােনে তখন তারা মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তিনি পদ্মশ্রী, ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার ও বঙ্গবিভূষণ খেতাবে ভূষিত হয়েছেন। ২০১৩ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে যান।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment