Write a letter to your friend expressing sympathy for her failure in the last annual examination

Write a letter to your friend expressing sympathy for her failure in the last annual examination. [পরীক্ষায় ফেল করে যাওয়া তােমার এক বন্ধুকে সমবেদনা জানিয়ে একটা চিঠি লেখাে।]

Ans:-

Own address ……
Date ……

Dear Bandita, I am just speechless. I can’t believe that you failed in the annual examination this year. You are not a bad student at all. It’s very unfortunate that you could not pass in English. But don’t be sad. Don’t give up hope. Always remember, failures are the pillars of success. Just work hard and put in that extra effort to succeed next time. Personally I think you need to improve your writing skills a lot. Practice more and get it checked by your English teacher. With love and best wishes,

Your loving friend,
Mukti

Bandita Dutta
29 Hindustan Park Road
Kolkata-700019

প্রিয় বন্দিতা, আমি হতবাক হয়ে গেছি। আমি বিশ্বাস করতে পারছি না যে তুই এবারের বার্ষিক পরীক্ষায় ফেল করেছিস। তুই তাে মােটেই খারাপ ছাত্রী নােস। এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে তুই ইংরেজিতে পাস করতে পারিসনি। কিন্তু দুঃখ পাস না। হতাশও হােস না। সবসময় মনে রাখবি, ব্যর্থতা আসলে সাফল্যেরই ভিত্তি। কঠোর পরিশ্রম কর এবং অতিরিক্ত প্রচেষ্টা চালা যাতে পরের বার ভালােভাবে পাস করতে পারিস। ব্যক্তিগতভাবে আমার মনে হয় তাের লিখনশৈলী অনেকটাই উন্নত করতে হবে। বারবার অনুশীলন কর এবং তোর ইংরেজি শিক্ষককে দিয়ে তা দেখিয়ে নে। 
ভালােবাসা ও শুভেচ্ছা-সহ,

তাের প্রিয় বন্ধু,
মুক্তি

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment