Write a paragraph on how soap is made

Write a paragraph on how soap is made: [কীভাবে সাবান তৈরি করা হয় তার ওপর একটি অনুচ্ছেদ লেখাে:] 

Flow Chart: Coconut oil, caustic soda and waterheated for half an hour common salt added—allowed to cool—left for 12 hours—cut into pieces—ready for use.

Ans:-

THE PROCESS OF SOAP MAKING 

Soap is a must for every household. To make a bar of soap, a few steps are followed. The ingredients required to make a SC har are coconut oil, caustic soda, common salt and water. At first, coconut oil and caustic soda are mixed in a big pot with water. Then the mixture is heated for half an hour. While heating, constant stirring is needed. Thereafter, common salt is added to it. Next the solution is left to cool for at least 12 hours. After 12 hours, the solution becomes a large solid bar. Then it is cut into pieces. Finally, the soap is ready for use or sale.

সাবান বানানাের পদ্ধতি 

সাবান সব গৃহস্থালীতে অবশ্য প্রয়ােজন। একখণ্ড সাবান বানানাের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা হয়। সাবান তৈরি করতে যে উপকরণগুলাে প্রয়ােজন সেগুলাে হল নারকেল তেল, কস্টিক সােডা, সাধারণ লবণ এবং জল। প্রথমে, নারকেল তেল এবং কস্টিক সােডা একটা বড়াে পাত্রে জলের মধ্যে মেশানাে হয়। তারপর এই মিশ্রণটি আধঘণ্টা ধরে গরম করা হয়। গরম করার সময় ক্রমাগত নাড়া প্রয়ােজন। এরপরে এর মধ্যে নুন যােগ করা হয়। তারপর এই মিশ্রণটিকে অন্তত ১২ ঘণ্টার জন্য ঠান্ডা করতে দেওয়া হয়। ১২ ঘণ্টা পর, মিশ্রণটি একটি বড়াে শক্ত বারে পরিণত হয়। এরপর এটিকে টুকরাে টুকরাে করে কাটা হয়। সবশেষে, এটি ব্যবহার বা বিক্রির জন্য তৈরি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment