Write a paragraph on your first day at school with the help of the following points

Write a paragraph on your first day at school with the help of the following points: [নীচের সূত্রগুলির সাহায্যে বিদ্যালয়ে তােমার প্রথম দিন এই বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করাে:] 

Points: A memorable day-first day at school years ago–parents accompanying me-tense-entering school campus-many students-meeting headmaster -sitting in my class-slowly started sharing a word or two-early end of schoolhappy to see my parents waiting for me–shared my experience

Ans:-

MY FIRST DAY AT SCHOOL 

There are many memorable incidents in life which we can never forget. My first day at school is one such event. I can still remember the morning twelve years back when my parents woke me up and helped me to dress in my school uniform. I started for school with my parents with a throbbing heart. As I entered the school campus, I saw many boys and girls. After meeting the headmaster, I was taken to a classroom. There were many boys and girls of my age sitting on the benches. For some time I was nervous and frightened. Gradually! shared a word or two with other students. Then the teacher came and introduced herself to all of us. There were just four periods on the first day. As the closing bell rang, I found my parents waiting for me. I was really happy at the end of the day. I shared my experience with my parents on my way back home from school.

স্কুলে আমার প্রথম দিন

জীবনে অনেক স্মরণীয় ঘটনা থাকে যা আমরা কোনােদিন ভুলতে পারি না। সেইরকম একটি ঘটনা হল স্কুলে আমার প্রথম দিনটা। বারাে বছর আগেকার সেই সকালটাকে আমি এখনও মনে করতে পারি যেদিন আমার মা-বাবা আমাকে ঘুম থেকে তুলে আমাকে স্কুল ইউনিফর্ম পরতে সাহায্য করেছিলেন। দুরুদুরু বুকে আমি আমার মা-বাবার সাথে স্কুলের পথে রওনা দিয়েছিলাম। স্কুলের চত্বরে ঢােকার পর অনেক ছেলেমেয়ে দেখলাম। প্রধানশিক্ষক মহাশয়ের সঙ্গে সাক্ষাতের পর আমাকে একটা শ্রেণিকক্ষে নিয়ে যাওয়া হল। সেখানে আমার বয়সি অনেক ছেলেমেয়েকে বেঞ্চের ওপর বসে থাকতে দেখলাম। কিছু সময়ের জন্য আমি নার্ভাস হয়ে পড়েছিলাম আর ভয় পেয়েছিলাম। ক্রমশ অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে দু-একটা কথা বলতে শুরু করলাম। শিক্ষিকা এসে আমাদের সবার সঙ্গে পরিচয় করলেন। প্রথম দিন কেবল চারটি পিরিয়ড হয়েছিল। ছুটির ঘণ্টা পড়ার পর আমি আমার মা-বাবাকে আমার জন্য অপেক্ষা করতে দেখলাম। দিনের শেষে আমি বেশ খুশি ছিলাম। স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি স্কুলের অভিজ্ঞতা মা-বাবাকে সব বলেছিলাম।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment