Write a paragraph within 100 words on Kanyashree Prakalpa with the help of the following points

Write a paragraph within 100 words on Kanyashree Prakalpa with the help of the following points: [সূত্রগুলির সাহায্যে কন্যাশ্রী প্রকল্পের ওপর ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করাে:] 

Points: Objective: improvement of the condition of girl children-scheme design: to ensure girls education and to delay their marriage-annual incentive: Rs 750 for the girls, age group 13-18 years-one-time grant: Rs 25000 to the girl when she turns 18, continues her study and remains unmarried—the prakalpa won UNPSA Award 2017-benefits of the scheme-conclusion

KANYASHREE PRAKALPA 

The Government of West Bengal has taken an initiative to improve the life and the status of the girls. The scheme undertaken by them in this regard is Kanyashree Prakalpa. The aim of this project is to help backward families with cash so that they do not get their daughters married before eighteen years. Besides, the girls of these families can continue their studies despite tough economic condition. Under this scheme, girls aged between 13 and 18 years and enrolled in class VII – XII in government recognized schools get an annual scholarship of Rs 750. Besides, a one-time grant of Rs 25,000 is given to the girls when they turn 18. But for getting this grant, a girl should remain unmarried and pursue her study. The United Nations honoured Kanyashree with highest public service award in 2017. Till date no less than 42 lakh girls of the state have been benefitted. This unique scheme has, no doubt, helped the girls of the state a lot.

পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের জীবন এবং অবস্থার উন্নতির জন্য একটা উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে তাদের নেওয়া প্রকল্পটি হল কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য হল নগদ অর্থ দিয়ে পিছিয়ে পড়া পরিবারগুলােকে সাহায্য করা যাতে তারা ১৮ বছরের আগে তাদের মেয়েদের বিয়ে না দেয়। তা ছাড়া কষ্টকর অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও এইসব পরিবারের মেয়েরা তাদের লেখাপড়া চালাতে পারে। এই প্রকল্পের অধীনে ১৩ থেকে ১৮ বছর বয়সি মেয়েরা যারা সরকার কর্তৃক অনুমােদিত স্কুলে নাম নথিভুক্ত করেছে তারা ৭৫০ টাকার একটা বার্ষিক বৃত্তি পায়। তা ছাড়া মেয়েদের যখন ১৮ বছর বয়স হয় তখন তারা এককালীন অনুদান হিসেবে ২৫,০০০ টাকা পায়। কিন্তু এই অনুদান পাওয়ার জন্য মেয়েদের অবিবাহিত থাকতে হবে এবং পড়াশােনা চালিয়ে যেতে হবে। রাষ্ট্রসংঘ ২০১৭ সালে কন্যাশ্রীকে জন পরিসেবার সর্বোচ্চ সম্মান দিয়েছে। এখনও পর্যন্ত কমপক্ষে রাজ্যের ৪২ লক্ষ মেয়ে উপকৃত হয়েছে। এই অনবদ্য প্রকল্প নিঃসন্দেহে রাজ্যের মেয়েদের প্রচুর সাহায্য করেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment