অগ্রমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে। 

প্রশ্ন: অগ্রমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে। 

উত্তর: অগ্রমস্তিষ্কের প্রধান অংশগুলির নাম, অবস্থান ও কাজ

অগ্রমস্তিষ্ক বা প্রােসেনসেফালনপ্রধান অংশঅবস্থানকাজ
গুরুমস্তিষ্ক (সেরিব্রাম)অগ্রমস্তিষ্কে অবস্থিত করােটির বেশিরভাগ স্থান জুড়ে থাকে l১ প্রাণীর বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি নিয়ন্ত্রণ করে l২. প্রাণীদেহের চাপ, তাপ ব্যাথা ইত্যাদি নিয়ন্ত্রণ করে।৩. দর্শন, শ্রবণ ঘ্রাণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে।
থ্যালামাস (Thalamus)গুরুমস্তিস্কের নীচে অবস্থিত১. চাপ, তাপ, স্পর্শ, ব্যথা ইত্যাদি অনুভূতির প্রেরক স্থান রূপে কাজ করে।
হাইপােথ্যালামাস (Hypothalamus) থ্যালামাসের নীচে অবস্থিত১. হাসি, কান্না, ভয়, ক্রোধ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। ২. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

Read Also

স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। স্নায়ুতন্ত্রের কাজ লেখাে।

একটি আদর্শ নিউরােনের গঠন বর্ণনা করাে।

কার্য অনুযায়ী বিভিন্নপ্রকার স্নায়ুর শ্রেণিবিভাগ করাে। প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও।

অগ্রমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।

পশ্চাৎমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।

জ্ঞানেন্দ্রিয় হিসাবে জিহ্বা, নাসিকা ও ত্বকের ভূমিকা আলােচনা করাে।

গমন কী ? গমনের চালিকাশক্তিগুলি সংক্ষেপে আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment