Class 12 Class 12 Philosophy সংক্ষিপ্ত টীকা লেখাে। অবৈধ সামান্যীকরণ দোষ

সংক্ষিপ্ত টীকা লেখাে। অবৈধ সামান্যীকরণ দোষ

সংক্ষিপ্ত টীকা লেখাে। অবৈধ সামান্যীকরণ দোষ Class 12 | Education (আরোহমূলক দোষ) | 8 Marks

উত্তর:-

অবৈধ সামান্যীকরণ দোষঃ-

অনেক সময় আমরা কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এবং সীমিত সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এর ফলে আরোহ যুক্তিতে যে দোষ দেখা যায়, তাকে অবৈধ সামান্যীকরণ দোষ বলে।
যেমন- টেলিগ্রাম অশুভ, কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে।

যুক্তির বিশ্লেষণ:-
১ নং ক্ষেত্রে টেলিগ্রাম আসে – দুঃসংবাদ আসে।
২ নং ক্ষেত্রে টেলিগ্রাম আসে – দুঃসংবাদ আসে।
৩ নং ক্ষেত্রে টেলিগ্রাম আসে – দুঃসংবাদ আসে।

টেলিগ্রাম = কারণ।
দুঃসংবাদ = কার্য।
: . টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে।

দোষ :- উক্ত আরোহমূলক যুক্তিটি অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট।
ব্যাখ্যা:- উক্ত আরোহ যুক্তিতে অবৈধ সামান্যীকরণ দোষ হয়েছে। কেননা উক্ত যুক্তিতে বিশেষ বিশেষ বা সীমিত সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে দৃষ্টান্ত গুলির মধ্যে (টেলিগ্রাম + দুঃসংবাদ) কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়েছে যে, টেলিগ্রাম মাত্রই দুঃসংবাদ নিয়ে আসে।

কিন্তু, আমরা যুক্তি টির যথার্থতা বিশ্লেষণ করলে দেখতে পারব যে, ক্ষেত্রবিশেষ টেলিগ্রাম সুসংবাদ নিয়ে আসে। যেমন – চাকরি, বিবাহ, অন্নপ্রাশন, প্রিয়জনের আলাপ, বিদেশ থেকে ফেরা প্রভৃতি বিষয়কে পর্যবেক্ষণ না করার দরুন উক্ত দোষ ঘটেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

6 thoughts on “সংক্ষিপ্ত টীকা লেখাে। অবৈধ সামান্যীকরণ দোষ”

Leave a Comment

error: Content is protected !!