অ্যামিবয়েড গমন বলতে কী বােঝায় ? অ্যামিবার গমনের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করাে। 

প্রশ্ন: অ্যামিবয়েড গমন বলতে কী বােঝায় ? অ্যামিবার গমনের পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করাে। 

উত্তর: 

অ্যামিবয়েড গমন : ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে গমনকে অ্যামিবয়েড গমন বলে। অ্যামিবাতে এইপ্রকার গমন দেখা যায়।

অ্যামিবার গমন পদ্ধতি : অ্যামবা ক্ষণপদ বা সিউডােপােডিয়ার সাহায্যে গমন সম্পন্ন করে। অ্যামিবার গমনের ইচ্ছা হলে দেহের প্রােটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন ঘটিয়ে নির্দিষ্ট দিকে অস্থায়ী পদ সৃষ্টি করে। অস্থায়ী পদকে ক্ষণপদ বলে। ক্ষণপদটি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং এর আঠালাে প্রান্তকে কঠিন বস্তুুর সঙ্গে আটকে দেয়। এর পর দেহ মধ্যস্থ প্রােটোপ্লাজম ক্ষণপদে প্রবাহিত করে পিছনের অংশকে গুটিয়ে নেয়। ফলে অ্যামিবার দেহ সামনে এগিয়ে যায়। এইভাবে একই পদ্ধতি পর্যায়ক্রমে প্রয়ােগ করে অ্যামিবা গমন সম্পন্ন করে। এই গমন পদ্ধতিকে অ্যামিবয়েড গমন (Amoeboied Locomotion) বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment