আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছিল? (Mark 5 Question)
উত্তর:
সূচনা: আগুনের ব্যবহার শেখা মানুষের ইতিহাসে এক জরুরি বিষয় বলা চলে।
আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের পরিবর্তন।
[1] জীবনযাপনগত : আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের। জীবনযাপনের ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছিল, তা হল— (i) শীতের হাত থেকে রক্ষা: আদিম মানুষকে প্রথমদিকে প্রচণ্ড শীতের মধ্যে কষ্ট পেতে হত। পরে আগুনের ব্যবহার শুরু হলে মানুষ আগুন জ্বেলে প্রচণ্ড শীতের হাত থেকে নিজেকে বাঁচাতে শিখেছিল। (ii) আত্মরক্ষা: আদিম মানুষ বন্যজন্তুর হঠাৎ আক্রমণে মারা যেত। তারা দেখেছিল আগুনকে বন্যজন্তুরা ভয় পায়। তাই রাত্রে গুহার মুখে তারা আগুন জ্বালিয়ে রাখত। এভাবে বন্যজন্তুর হঠাৎ আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে শিখেছিল। (iii) খাবার অভ্যাস পরিবর্তন: আগুনের ব্যবহার শুরু হলে আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে যায়। কাচা খাওয়ার বদলে তারা খাবার আগুনে ঝলসে খেতে শুরু করে।
[2] দৈহিক : ঝলসানাে, নরম মাংস খেতে আদিম মানুষের চোয়াল ও দাতের জোর কম লাগত। তাই তাদের চোয়াল সরু হয়ে এল ও সামনের ধারালাে, উঁচু দাঁত ছােটো হয়ে গেল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।