উদাহরণসহ ব্যাখ্যা করাে দুটি আশ্রয় বা যুক্তিবাক্য নঞর্থক হলে তা থেকে কোনাে সিদ্ধান্ত পাওয়া যায় না। Class 12 | Education (নিরপেক্ষ ন্যায়) | 8 Marks
উত্তর:-
দুটি আশ্রয় বা যুক্তিবাক্য নঞর্থক হলে তা থেকে কোনাে সিদ্ধান্ত পাওয়া যায়। না—একথা বলা হয়েছে ন্যায়ের পঞ্চম নিয়মে।
পঞম নিয়মের লঙ্ঘনজনিত দোষ
ন্যায় অনুমানের পঞ্চম নিয়মে বলা হয়েছে—দুটি যুক্তিবাক্য যদি নঞর্থক হয়। তাহলে কোনাে সিদ্ধান্ত পাওয়া যায় না| এরূপ নিয়মটিকে লঙ্ঘন করলে। যে দোষের উদ্ভব হয়, তাকে বলা হয় দুটি নঞর্থক যুক্তিবাক্যজনিত দোষ (fallacy of two negative premises)
উদাহরণ।
কোনাে প্রাণী নয় সুখী (E) → প্রধান যুক্তিবাক্য।
কোনাে মানুষ নয় সুখী (E) → অপ্রধান যুক্তিবাক্য
.: কোনাে মানুষ নয় প্রাণী (E) → সিদ্ধান্ত
ব্যাখ্যা
এরূপ যুক্তিটিতে দেখা যায় যে, দুটি যুক্তিবাক্যই হল নঞর্থক বা নাবাচক। এরূপ দুটি নাবাচক যুক্তিবাক্য থেকে একটি নাবাচক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে| অতএব এরূপ যুক্তিটি উক্ত দোষে দুষ্ট
হয়েছে। কারণ, দুটি আশ্রয়বাক্যই যদি নঞর্থক হয় তাহলে = হেতুপদটি প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদের সঙ্গে এবং অপ্রধান। * আশ্রয়বাক্যের পক্ষপদের সঙ্গে কখনােই সম্বন্ধযুক্ত হতে পারে না। এর ফলে হেতুপদ একবার সাধ্যপদের সঙ্গে আর একবার পক্ষপদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে সিদ্ধান্তে সাধ্য ও পক্ষ পদের মিলন ঘটাতে পারে অথচ আমরা জানি যে হেতুপদ দুবারই দুটি আশ্রয়বাক্যে থেকে সিদ্ধান্তে সাধ্য ও পক্ষ পদের মিলন ঘটাতে সমর্থ হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।