উদাহরণসহ শ্রুত্যনুপ্রাসের সংজ্ঞা নির্ণয় করাে।

প্রশ্ন:উদাহরণসহ শ্রুত্যনুপ্রাসের সংজ্ঞা নির্ণয় করাে। (ছন্দ ও অলঙ্কার)

উত্তর: বাগ যন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জনধ্বনির যখন ধ্বনিসাম্য ঘটে তখন তাকে শ্রুত্যনুপ্রাস অলংকার বলা হয়। অর্থাৎ যখন ক এর সঙ্গে খ, গ এর সঙ্গে ঘ, চ এর সঙ্গে ছ, জ এর সঙ্গে ঝ, ট এর সঙ্গে ঠ, ত এর সঙ্গে থ, দ এর সঙ্গে ধ, প এর সঙ্গে ফ, ব এর সঙ্গে ভ – এই ধরণের সদৃশ ধ্বনি ব্যঞ্জনের অনুপ্রাস হয়, তখনই শ্রুত্যনুপ্রাস অলংকারের জন্ম হয়। যেমন

ক খ: পরপারে দেখি আঁকা তরুছায়া মসীমাখা

গ ঘ: বাতাস বহে বেগে, ঝিলিক মারে মেঘে।

চ ছ: কালাে চোখে আলাে নাচে, আমার যেমন আছে

জ ঝ: চিরদিন বাজে অন্তর মাঝে

ট ঠ: ধরি তার কর দুটি, আদেশ পাইলে উঠি।

ত থ: লীলাপদ্ম হাতে কুরুবক মাথে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!