উদ্ভিদের ফোটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রনে অক্সিন হরমােনের ভূমিকা আলােচনা করাে। 

প্রশ্ন: উদ্ভিদের ফোটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রনে অক্সিন হরমােনের ভূমিকা আলােচনা করাে। 

উত্তর: 

ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রন : আলােক উৎসের দিকে বা আলাের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে ফোটোট্রপিক চলন বলে। ইহা অক্সিন হরমােন দ্বারা নিয়ন্ত্রীত হয়। অক্সিন হরমােন আলােকে সংবেদনশীল হওয়ায় কান্ডে আলােক উৎসের বিপরীত দিকে অক্সিন সঞ্চিত হয়। এই সঞ্চিত অংশে অক্সিন হরমােন দ্রুত কোশ বিভাজন ঘটায় ফলে আলাের বিরীতে অর্থাৎ অন্ধকার অংশে বৃদ্ধি বেশী হয় ফলে কান্ড আলাের উৎসের দিকে বেঁকে যায়। অর্থাৎ ফোটোট্রপিক চলন দেখায়। কান্ড আলােক অনুকূলবর্তী হয়।

জিলট্রোপিক চলন নিয়ন্ত্রন : অভিকর্ষ বলের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে উদ্ভিদ অঙ্গের অগ্রসর হওয়াকে জিওট্রপিক চলন বলে। মুলের ক্ষেত্রে অক্সিনে কর্ম ঘনত্বে বেশী কোশ বিভাজিত হয় এবং মুলের বৃদ্ধি বেশী হয় এবং মাটির গভারে প্রবেশ করে। তাই মুলের চলনকে জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তি চলন বলে।

 তাই উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রনে (ফোটোট্রপিক ও জিওট্রপিক) অক্সিন হরমােনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment