প্রশ্ন: ক্রোমােজোম কী ? ক্রোমােজোম কীভাবে গঠিত হয় ?
উত্তর: ইউক্যারিওটিক কোশের নিউক্লিয়জালক থেকে সৃষ্টি, নিউক্লিও প্রােটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে সুত্রাকার অংশ জিন বহন করে ও বংশগত বৈশিষ্ট্যাবলীর সম্ভার ঘটায় এবং জীবের পরিব্যাক্তি, প্রকরণ ও বিবর্তনে সাহায্য করে তাকে ক্রোমােজোম বলে।
কোমােজোম কীভাবে গঠিত হয় : রাসায়নিক গঠনে ক্রোমােজোম প্রধানত ; প্রােটিন এবং নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। প্রােটিন দুইপ্রকারের যথা ক্ষারীয় প্রােটিন ও আম্লিক প্রােটিন। ক্ষারীয় প্রােটিনে আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামাইনাে আসিড থাকে এবং হিস্টোন জাতীয় হয়। হিস্টোন প্রােটিনগুলি হলাে – H1, H2A, H2B, H3, H4, ক্রোমােজোমে 5% আম্লিক প্রােটিন থাকে আম্লিক প্রােটিন টিপটোফ্যান ও টাইরােসিন নামক অ্যামাইনাে অ্যাসিড নিয়ে গঠিত।
নিউক্লিক অ্যাসিড দুইপ্রকারের যথা DNA ও RNA। নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেনাস বেস (যথা অ্যাডিনিন, গুয়ামিন, সাইটোসিন থাইমিন ও হিউরাসিল) পেন্টোজ শকরা এবং ফসফেট নিয়ে গঠিত।
নিউক্লিক অ্যাসিড এবং প্রােটিন একত্রে কুণ্ডলীকৃত সুতাের মতাে গঠন তৈরী করে নিউক্লিয়াসে অবস্থান করে যা ক্রোমােটিন সুত্র নামে পরিচিত। কোশের ইন্টারফেজ দশায় ক্রোমােটিন সুত্রগুলি জালকের মতাে আকার ধারণ করে থাকে। কোশ বিভাজনের
প্রফেজ দশায় নিউক্লিও জালিকা ঘন কুণ্ডলীকৃত এবং মােটা হয়ে নির্দিষ্ট সংখ্যক সুত্রকার গঠন সৃষ্টি করে একে ক্রোমােজোম বলে। প্রতিটি প্রজাতিতে ক্রোমােজোমের সংখ্যা ধ্রুবক থাকে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।