প্রশ্ন: গমন কী ? গমনের চালিকাশক্তিগুলি (Motivations BehindLocomotion) সংক্ষেপে আলােচনা করাে।
উত্তর:
গমন : যে প্রক্রিয়ার জীব অঙ্গপ্রতঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে।
গমনের চালিকাশক্তিগুলি হলাে –
1. খাদ্যান্বেষণ : সমস্ত প্রাণী এবং নিম্নশ্রেণির কয়েকটি উদ্ভিদ (যেমন ভলভক্স) খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে।।
2. আত্মরক্ষা : খাদক প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য প্রাণীদের গমন দরকার হয়।
3. অনুকূল বাসস্থান বা আশ্রয় খোঁজ : পছন্দমতাে এবং অনুকূল আশ্রয়ের জন্য প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে।
4. প্রজনন : প্রজননের সময় উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনীর খোঁজে বা নিভৃত প্রজনন স্থান খোঁজার জন্য প্রাণীরা এক স্থান থেকে অন্য জায়গায় গমন করে।
5. বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া : প্রজননের মাধ্যমে অধিক পরিমাণে শাবকের জন্ম হলে খাদ্য ও আশ্রয়ের জন্য এক জায়গা থেকে বিভিন্ন জায়গাতে প্রাণীরা ছড়িয়ে পড়ে।
Read Also
জ্ঞানেন্দ্রিয় হিসাবে জিহ্বা, নাসিকা ও ত্বকের ভূমিকা আলােচনা করাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।