জননের তিনটি গুরুত্ব বা প্রয়ােজনীয়তা উল্লেখ করাে। স্বপরাগযােগ ও ইতর পরাগযােগের দুটি পার্থক্য লেখাে। 

প্রশ্ন: জননের তিনটি গুরুত্ব বা প্রয়ােজনীয়তা উল্লেখ করাে। স্বপরাগযােগ ও ইতর পরাগযােগের দুটি পার্থক্য লেখাে। 

উত্তর: 

জননের গুরুত্ব :

1. জীবের অস্তিত্ব বজায় রাখা : জননের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি করে জীবের অস্তিত্ব বজায় রাখা সম্ভব হয়।

2. জীবের সংখ্যার বৃদ্ধি : জননের মাধ্যমে প্রতিটি জীব তার প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে।

3. জীবজগতে ভারসাম্য রক্ষা : প্রতিটি প্রজাতির মৃত্যুর ফলে সংখ্যা হ্রাস পায় । জননের মাধ্যমে সেই সংখ্যা পূরণ করা সম্ভব হয়। 

স্বপরাগযােগইতর পরাগযােগ
কোনাে ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে স্বপরাগযােগ বলে।কোনাে ফুলের পরাগরেণু সেই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে ইতর পরাগযােগ বলে।
স্বপরাগযােগে বাহকের দরকার হয় না।উদাহরণ : সন্ধ্যামালতী, টমেটো ইত্যাদি।ইতর পরাগযােগে বাহকের দরকার হয়।উদাহরণ : আম, শিমুল ইত্যাদি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment