দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science জিব্বেরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক উপাদান উল্লেখ করাে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখাে।

জিব্বেরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক উপাদান উল্লেখ করাে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখাে। 

প্রশ্ন: জিব্বেরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক উপাদান উল্লেখ করাে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখাে। 

উত্তর: 

রাসায়নিক নাম : জিব্বেরেলিক অ্যাসিড। 

রাসায়নিক উপাদান : কার্বন (C), হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O) 

জিব্বেরেলিনের বৈশিষ্ট্য : 

1. এটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমােন। 

2. এটি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। 

3. জিব্বেরেলিন টারপিনয়েড গােষ্ঠীর আম্লিক প্রকৃতির হরমােন।

4. এটি জাইলেম ও ফ্লোয়েম উভয় কলার মাধ্যমে উভয়মুখীভাবে পরিবাহিত হয়।

5. পরিপক্ব বীজে ও বীজপত্রে বেশি জিব্বেরেলিন সংশ্লেষিত হয়।

Read Also

জিব্বেরেলিন হরমােনের উৎস এবং কাজ লেখাে।

সাইটোকাইনিনের উৎস এবং বৈশিষ্ট্য উল্লেখ করাে।

কৃষিক্ষেত্রে অক্সিন হরমােনের প্রয়ােগ আলােচনা করাে।

বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সংক্ষেপে আলােচনা করাে।

থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর তিনটি কাজ লেখাে। এর কম বা বেশি ক্ষরণে কোন কোন রােগ হয়?

হরমােনের সংজ্ঞা দাও। মানবদেহে ৪টি অন্তক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমােনের নাম লেখাে।

স্নায়বিক পথ কাকে বলে ? স্নায়বিক পথটি সংক্ষেপে আলােচনা করাে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!