প্রশ্ন: জ্ঞানেন্দ্রিয় হিসাবে জিহ্বা, নাসিকা ও ত্বকের ভূমিকা আলােচনা করাে।
উত্তর: প্রাণীদেহের যেসব গ্রাহক অঙ্গ পরিবেশ থেকে বিশেষ উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায় তাদের জ্ঞানেন্দ্রিয় বলে।
উদাহরণ : চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক হলাে পঞ্চ ইন্দ্রিয়।
জিহ্বা বা জিভ : এটি মানুষের স্বাদেন্দ্রিয় হিসাবে কাজ করে। এর উপরিভাগে অসংখ্য গুটির মতাে দানা থাকে, এদের স্বাদকোরক বলে। জিহ্বায় এদের সংখ্যা 10,000 এর মতাে। জিহ্বার অগ্রভাগে মিষ্টি, পশ্চাৎভাগে তিক্ত, মধ্যভাগে লবণাক্ত ও দুই পার্শ্বে অল্ম স্বাদ গৃহীত হয়।
কাজ : প্রধানত স্বাদগ্রহণে সাহায্য করে। তাছাড়া কথা বলা, খাদ্যচর্বণ ও গলাধঃকরণে সাহায্য করে।
নাসিকা : নাসিকা বা নাক ঘ্রাণ অনুভূতি গ্রহণ করে, তাই একে ঘ্রাণেন্দ্রিয় বলে। নাসা গহ্বরের ছাদে অবস্থিত ঘ্রাণঝিল্লিতে ঘ্রাণ অনুভুতি কোশ থাকে যা ঘ্রাণ গ্রাহক হিসাবে কাজ করে। পরিবেশ থেকে বিভিন্ন প্রকার গন্ধ এই গ্রাহক দ্বারা মস্তিষ্কের ঘ্রাণকেন্দ্রে প্রেরিত হয় এবং আমরা সেই গন্ধ অনুভব করতে পারি।
কাজ : গন্ধ বা ঘ্রাণ অনুভুতি গ্রহণ করা মুখ্য কাজ।
ত্বক বা চর্ম : আমাদের দেহের আবরণকে চর্ম বা ত্বক বলে। এটি স্পর্শ, চাপ, তাপ, ব্যথা ইত্যাদি অনুভূতি গ্রাহক হিসাবে কাজ করে।
কাজ :
1. স্পর্শগ্রাহক হিসাবে কাজ করে।
2. চাপ, তাপ, ঠান্ডা, গরম ইত্যাদি অনুভূতি গ্রহণ করে।
3. বস্তুুর শনাক্তকরণে সাহায্য করে।
Read Also
স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। স্নায়ুতন্ত্রের কাজ লেখাে।
একটি আদর্শ নিউরােনের গঠন বর্ণনা করাে।
কার্য অনুযায়ী বিভিন্নপ্রকার স্নায়ুর শ্রেণিবিভাগ করাে। প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও।
অগ্রমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।
পশ্চাৎমস্তিষ্কের প্রধান অংশগুলির অবস্থান ও কাজ লেখাে।
জ্ঞানেন্দ্রিয় হিসাবে জিহ্বা, নাসিকা ও ত্বকের ভূমিকা আলােচনা করাে।
গমন কী ? গমনের চালিকাশক্তিগুলি সংক্ষেপে আলােচনা করাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।