প্রশ্ন: থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর তিনটি কাজ লেখাে। এর কম বা বেশি ক্ষরণে কোন কোন রােগ হয়?
উত্তর: থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয়।
থাইরক্সিন হরমােনের কাজ :
1. শর্করা, প্রােটিন ও ফ্যাটের বিপাকক্রিয়ার হার বৃদ্ধি করা।
2. লােহিত রক্ত কণিকার (RBC) ক্রম পরিণতিতে সাহায্য করা।
3. এটি যকৃতে নিউগ্লুকোজেনেসিস পদ্ধতিতে প্রােটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে।
থাইরক্সিন হরমােনের কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম ও বয়স্কদের মিক্সিডিমা রােগ হয়। এর বেশি ক্ষরণে গয়টার বা গলগণ্ড বা গ্রেভস বর্ণিত রােগ হয়।
Read Also
জিব্বেরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক উপাদান উল্লেখ করাে। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখাে।
সাইটোকাইনিনের উৎস এবং বৈশিষ্ট্য উল্লেখ করাে।
কৃষিক্ষেত্রে অক্সিন হরমােনের প্রয়ােগ আলােচনা করাে।
বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সংক্ষেপে আলােচনা করাে।
থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয় ? এর তিনটি কাজ লেখাে। এর কম বা বেশি ক্ষরণে কোন কোন রােগ হয়?
হরমােনের সংজ্ঞা দাও। মানবদেহে ৪টি অন্তক্ষরা গ্রন্থির অবস্থান ও নিঃসৃত হরমােনের নাম লেখাে।
স্নায়বিক পথ কাকে বলে ? স্নায়বিক পথটি সংক্ষেপে আলােচনা করাে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।