দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Life Science দর্শনের পদ্ধতিটি সংক্ষেপে আলােচনা করাে।

দর্শনের পদ্ধতিটি সংক্ষেপে আলােচনা করাে।

প্রশ্ন: দর্শনের পদ্ধতিটি সংক্ষেপে আলােচনা করাে।

উত্তর: 

আমরা যে বস্তুুটি দেখি তা থেকে আলােকরশ্মী প্রথমে কনিয়াতে প্রতিসৃত হয়। কর্ণিয়া থেকে আলােক রশ্মি অ্যাকুয়াস হিউমারের মধ্য দিয়ে লেন্সে আবর্তিত হয় এবং প্রতিসারিত হয়ে ভিট্রিয়াস হিউমরের মধ্য দিয়ে রেটিনাতে আপাতত হয়। রেটিনায় অবস্থিত রড ও কোন কোশ থাকাই আলােক সুবেদি হয় তাই বস্তুুর উলটো প্রতিবিম্ব তৈরী হয়। এই অনুভূতি অপটিক স্নায়ুর মাধ্যমে গুরুমস্তিস্কের দর্শন কেন্দ্রে যায় এবং মস্তিস্কের বিশেষ ক্ষমতা বলে উলটো প্রতিবিম্ব আমরা সােজা দেখতে পায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment