দলবৃত্ত ছন্দ বলতে কি বােঝ? দলবৃত্ত ছন্দের উদাহরণ সহ বৈশিষ্ট্য আলােচনা করাে।
অথবা, ছড়ার ছন্দ বলতে কি বােঝ? উদাহরণ সহ বুঝিয়ে দাও।
উত্তর:
দলবৃত্ত ছন্দ:
যে কাব্য-ছন্দে মূল পর্ব শুধু চার মাত্রার হয়, তাকে স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ বলে। স্বরবৃত্ত ছন্দকে বলবৃত্ত বা শ্বাসাঘাত প্রধান বা ছড়ার ছন্দও বলা হয়ে থাকে।
বৈশিষ্ট্য:
(১) মূল পর্ব চার মাত্রার হয়।
(২) প্রতি পর্বে প্রথম অক্ষরে একটা শ্বাসাঘাত থাকে।
(৩) যে কোন অক্ষর এক মাত্রার হয়।
(৪) যুক্তব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হয়।
(৫) দ্রুত লয় থাকে।
উদাহরন:
আমার ঘরে / দুটির বন্যা / তােমার লাফে / ঝাঁপে ।। ৪+৪+৪+২
কাজকর্ম / হিসাবকিতাব / খরখরিয়ে / কাঁপে ।। ৪+৪+৪+২
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।