দ্বিতীয় সংঘনের শুদ্ধ মূর্তি কয়টি ও কী কী

দ্বিতীয় সংঘনের শুদ্ধ মূর্তি কয়টি ও কী কী? দ্বিতীয় সংস্থানের অনুসৃত নিয়মগুলি কী? এগুলিকে প্রমাণ করাে। Class 12 | Education (নিরপেক্ষ ন্যায়) | 8 Marks

উত্তর:-

দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তির সংখ্যা 

ন্যায়ের দ্বিতীয় সংস্থানে মাত্র চারটি শুদ্ধ মূর্তি পাওয়া যায়। যে চারটি শুদ্ধ মূর্তি পাওয়া যায়, সেগুলির নাম হল : 

1. AEE – CAMESTRES (ক্যামেস্ট্রেস্) 

2. EAE –CESARE (সিজারি) 

3, EI0– FESTINO (ফেস্টিনাে) 

4. AO0 – BAROCO (বারােকো)

দ্বিতীয় সংস্থানের  অনুসৃত নিয়মসমূহু

দ্বিতীয় সংস্থানের এই চারটি শুদ্ধ মূর্তির পরিপ্রেক্ষিতে দুটি বিশেষ নিয়ম অনুসৃত হয়েছে। 

প্রথম নিয়ম

প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সামান্য বচন হবে (The major premise must be universal)

প্রমাণ

ধরা যাক, প্রধান যুক্তিবাক্যটি যদি সামান্য না হয়, তা হলে অবশ্যই তা বিশেষ হবে। দ্বিতীয় সংস্থানে প্রধান যুক্তিবাক্যে সাধ্যপদটি অবস্থান করায় তা ব্যাপ্য নয়। সেজন্যই সিদ্ধান্তটিকেও বিশেষ সদর্থক তথা | বান হতে হবে। কারণ, I বন উদ্দেশ্য বা বিধেয় কোনাে পদকেই ব্যাগ্য করে না। আবার সিদ্ধান্তটি যদি | বচন হয়, তাহলে মুক্তিবাক্যদ্বয়কেও সদর্থক হতে হবে, এবং যুক্তিবাক্যদ্বয়। সদর্থক হলে হেতুগদটি কোনাে ক্ষেত্রেই ব্যাপ্য হবে না। ফলত তা। অব্যাপ্য হেতু দোষে দুষ্ট (fallacy ofundistributed) হবে। সুতরাং, এই দোষ পরিহার করার জন্যই প্রধান যুক্তিবাক্যকে বিশেষ না হয়ে সামান্য হতে হবে। 

দ্বিতীয় নিয়ম

দ্বিতীয় সংস্থানে যে-কোনাে একটি যুক্তিবাক্য অবশ্যই নর্থক হবে। (One of the premises must be negative)

প্রমাণ

যদি দুটি যুক্তিবাক্যের একটি নঞর্থক না হয়, তাহলে উভয়। যুক্তিবাক্যই সদর্থক হবে। সেক্ষেত্রে হেতুপদ উভয় যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায় একবারও ব্যাপ্য হবে না। কারণ, সদর্থক বচন কোনাে ক্ষেত্রেই বিধেয়কে ব্যাপ্য করে না। ফলত অব্যাপ্য হেতু দোষের উদ্ভব ঘটে। ন্যায় অনুমানের ক্ষেত্রে এই দোষটিকে পরিহার করার জন্যই দুটি যুক্তিবাক্যের একটিকে অবশ্যই নঞর্থক হতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment